এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কি এবার বিহারের আদলে মহাজোট? কি বলছেন সীতারাম ইয়েচুরি?

বাংলায় কি এবার বিহারের আদলে মহাজোট? কি বলছেন সীতারাম ইয়েচুরি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতে, রাজ্যে কিন্তু একটু একটু করে জোর বাড়াচ্ছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করতে মরিয়া বিজেপি। আর সেই সূত্রে তৃণমূলকে কোণঠাসা করতে গেরুয়া শিবির কিন্তু একের পর এক মারণ অস্ত্র প্রয়োগ করে চলেছে। অন্যদিকে গেরুয়া শিবির কে আটকাতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কিন্তু মহাজোট তৈরি হয়েছে। কিছুদিন আগেই বিহারে দেখা গিয়েছে বিজেপিকে আটকাতে সেখানে গেরুয়া শিবির বাদ দিয়ে অন্যান্য প্রায় সব ক’টি দল একজোট হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন, বাংলাতেও যদি সেই হিসাবে একজোট হয়ে যায় অন্যান্য রাজনৈতিক দলগুলি গেরুয়া শিবিরের বিরুদ্ধে, তাহলে কিন্তু হেলায় হারিয়ে দেওয়া যাবে পদ্ম শিবিরকে।

এদিকে বাংলায় জোট হলে কিন্তু তৃণমূলের সাথে হাত মেলাতে হবে কংগ্রেস এবং বাম শিবিরকে। তবে এরকম পরিকল্পনাকে অচিরেই বিনষ্ট করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বাংলায় গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই করতে গেলে তৃণমূলের বিরোধীতা করা ছাড়া অন্য কোনো রাস্তা যে নেই তা স্পষ্ট করে দিলেন তিনি। কেন্দ্রে বিজেপিকে সরাতে গেলে বাংলা থেকে তৃণমূলকে সরাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সীতারাম ইয়েচুরি এদিন বুঝিয়ে দিয়েছেন, বিজেপিকে সরানোর জন্য তৃণমূলের সঙ্গে কোনো রকম আপস করা হবেনা। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের অনেকেই মন্তব্য করেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে গেলে বাম এবং কংগ্রেস শিবিরকে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে হবে।

কিন্তু এ ধরনের কোনো দাবি সীতারাম ইয়েচুরি মানতেই রাজি নন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূলের সঙ্গে বিরোধিতা থেকে কোনোভাবেই সরে আসা হবেনা। বরং সীতারাম ইয়েচুরি এদিন জানিয়েছেন, যদি বামেরা তৃণমূলের সঙ্গে জোট বাঁধে তাহলে বামেদের জন্যই তা বুমেরাং হবে, যা শক্তি বাড়াবে আসলে বিজেপির। সীতারাম ইয়েচুরি এদিন জানিয়েছেন, বাংলায় বিজেপিকে রাজনৈতিক জমি দেওয়ার পেছনে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তিনি দল ভাঙার প্রসঙ্গেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকার কোন নীতি মেনে চলেনা। দুই দলই অন্যদল ভাঙ্গিয়ে চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সীতারাম ইয়েচুরি দাবি করেন, তৃণমূল ও বিজেপি বরাবর সমঝোতা করে চলে। দুই দলের মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। আর সেই কারণেই তৃণমূল ও বিজেপিকে হারাতে গেলে বাংলায় তৃণমূলকে হারাতে হবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মহাজোট প্রসঙ্গে কথা উঠলে সীতারাম ইয়েচুরি জানান, বিহারে যা সম্ভব হয়েছে বাংলায় তা হওয়া সম্ভব নয়। কেননা দুই রাজ্যের পরিস্থিতি আলাদা। এদিন সীতারাম ইয়েচুরি রাজ্যের বিধানসভা আসন গুলিকে তিন ভাগে ভাগ করে রিপোর্ট পাঠাতে বলেছেন। দলীয় মুখপাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি রবিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে কিন্তু ক্রমশ ভোটের উত্তাপ বাড়ছে। এই অবস্থায় সবকটি রাজনৈতিক দল নেমে পড়েছে আসরে। তবে বিজেপি এবং তৃণমূল বিধানসভা নির্বাচনী লড়াইতে মুখ্য প্রতিপক্ষ হিসেবে সামনে আসছে। সে জায়গায় বাম এবং কংগ্রেস শিবির একজোট হলেও কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বাম কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে হাত মেলায় তাহলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এক ধাক্কায় বদলে যাবে। কিন্তু বাম এবং কংগ্রেস নীতিগত দিক থেকে এক হতে পারলেও তৃণমূলের সঙ্গে তাঁদের জোট যে কোন মতেই সম্ভব নয় সেকথা এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাম সাধারণ সম্পাদক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!