এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় লক্ষ্মীলাভ অবশেষে-ই কমার্স সংস্হা ফ্লিপকার্ট পা দিল বাংলায়

বাংলায় লক্ষ্মীলাভ অবশেষে-ই কমার্স সংস্হা ফ্লিপকার্ট পা দিল বাংলায়


রাজ্যে বড় কর্মসংস্থানের সুযোগ আসছে ফ্লিপকার্টের বদান্যতায়। লজিস্টিক হাব গড়বে ফ্লিপকার্ট ই-কমার্স সংস্থা নদীয়ার হরিণঘাটায়। আর তার জন্য এই সংস্থাকে হরিণঘাটায় 100 একর জমি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে 100 একর জমির ওপর এই লজিস্টিক হাবের নির্মাণ কাজ শুরু করেছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট সংস্থা হরিণঘাটায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রেখেছে। ছয় মাস আগে রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাবে আলোচনা করে রাজ্য সরকার এই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

আগামী বছর অর্থাৎ দুই হাজার কুড়ি সালের মধ্যে বাংলায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে। কারণ বাংলাতে লজিস্টিক হাব চালু করতে চলেছে ফ্লিপকার্ট। নদীয়ার হরিণঘাটায় এই লজিস্টিক হাবটি চালু হলে তা হবে দেশের মধ্যে বৃহত্তম ফ্লিপকার্ট লজিস্টিক হাব। সূত্রের খবর, এই লজিস্টিক হাবটি নির্মাণ হলে রাজ্যে প্রায় 10000 প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ও পরোক্ষে কর্মসংস্থান হতে চলেছে প্রায় 30 হাজার থেকে 40 হাজারের।

সম্প্রতি ফ্লিপকার্ট ইন্ডিয়ার চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার জানিয়েছিলেন, হরিণঘাটায় সুবৃহৎ এই ফ্লিপকার্ট লজিস্টিক হাবটি হলে এক থেকে দেড় বছরের মধ্যে সেখান থেকে পণ্য মজুদ ও সরবরাহ করা সম্ভব হবে। শুধু তাই নয় এই হাবটি হবার ফলে 10000 প্রত্যক্ষ কর্মসংস্থান হবে বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি তৃণমূলের ওয়েবসাইটেও ফ্লিপকার্টের লজিস্টিক হাব হবার খবরটি আসে।

ফ্লিপকার্ট এ দেশের বৃহৎ অংশের খুচরা বাজার অধিগ্রহণ করে আছে বহুদিন থেকেই। লগ্নিকারীদের কাছে যা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে দিনকে দিন। গত আগস্ট মাসে অ্যামাজন হায়দ্রাবাদে তাদের বৃহত্তম ক্যাম্পাসটি চালু করেছে‌। অন্যদিকে শোনা যাচ্ছে, ফ্লিপকার্ট কিছুদিনের মধ্যেই খাদ্যপণ্য ব্যবসাতেও নামতে চলেছে। যার কারণে কেন্দ্রের কাছে খুব শীঘ্রই তারা 100% বিদেশী লগ্নির আবেদন জানাতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর অনুযায়ী, বৃহত্তম অনলাইন সংস্থা ফ্লিপকার্ট পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে পণ্য সরবরাহ করার জন্য প্রধান লজিস্টিক হাব হিসেবে নদীয়ার হরিণঘাটাকেই গড়ে তুলতে চাইছে। ফ্লিপকার্ট এর তরফ থেকে জানা গেছে, এই লজিস্টিক হাবটি তৈরির জন্য ফ্লিপকার্ট 990 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই লজিস্টিক হাবে প্রত্যেকটি পণ্যের জন্য আলাদা গুদামঘর এবং খাদ্যপণ্য রাখার জন্য হিমঘর, এছাড়া ডিস্ট্রিবিউশন কেন্দ্র ইত্যাদি তৈরি হবে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের বাজারে ফ্লিপকার্ট যে রকম ব্যবসা বাড়াতে চাইছে, পাশাপাশি এই রাজ্যে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসাকারীর সংখ্যাও নেহাত কম নয়। ফ্লিপকার্ট প্লাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা সারা ভারত জুড়ে যেখানে দু’লক্ষ, সেখানে পশ্চিমবঙ্গ থেকেই প্রায় 7000 বিক্রেতা আছেন। বছরে তাঁরা প্রায় 1200 কোটি টাকার ব্যবসা করেন বলে জানা গেছে।

হরিণঘাটায় ফ্লিপকার্টের লজিস্টিক হাব তৈরীর জন্য ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার বলে জানা গেছে। রাজ্যের শিল্প পরিবেশকে ফিরিয়ে আনতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রশাসনিক প্রধান ইতিমধ্যে প্রায় প্রতিবছর বিশ্ব বাণিজ্য সম্মেলন করেন শিল্প আনার উদ্দেশ্যে। অন্যদিকে এই উদ্দেশ্যে নিউটাউনে বিশাল একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি। সূত্রের খবর ইতিমধ্যে সেখানে রিলায়েন্স আসছে বলে জানা গেছে। তবে ফ্লিপকার্টের এই লজিস্টিক হাবের কারণে রাজ্য সরকার আশাবাদী যে আগামী দিনে আরও একাধিক প্রকল্প চালু হতে পারে হরিণঘাটায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!