এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় পা রেখেই মমতা সরকারের ‘মৃত্যুঘন্টা’ নিশ্চিত করলেন অমিত শাহ? শুরু তুমুল জল্পনা

বাংলায় পা রেখেই মমতা সরকারের ‘মৃত্যুঘন্টা’ নিশ্চিত করলেন অমিত শাহ? শুরু তুমুল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাত ৯. ০৫ নাগাদ বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিমানবন্দরে নামার পরই পুষ্পবৃষ্টি ও ঢাকঢোল বাজিয়ে তাঁকে বরণ করা হয়। এদিন দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে দেখা গেছে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অনুপম হাজরা-সহ একাধিক বিজেপি নেতাকে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলার সফরে অমিত শাহ আজ সকালেই তিনি রওনা দিয়েছেন বাঁকুড়ার উদ্দেশ্যে। জানা গেছে সকাল দশটায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে চড়েছেন তিনি। সেইসঙ্গে আজকের দুপুরের মধ্যাহ্নভোজ আদিবাসী পরিবারের ঘরেই সারবেন বলে জানা গেছে।

তবে এরপর রবীন্দ্রভবনে রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যায়। বস্তুত, আজ আর কাল মিলিয়ে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গে। বাঁকুড়া থেকে ফিরে বৈঠক করা ছাড়াও আগামীকাল দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। সেখান থেকে তাঁর যাওয়ার কথা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে।

সেখানে তাঁর সঙ্গে আলাপচারিতার পরে তাঁর যাওয়ার কথা রয়েছে বিধাননগরের ইউজেডসিসিতে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে দলীয়নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে। সেই সঙ্গে বিকেলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে বাঁকুড়ায় রাজ্য সড়কে থাকা বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করার সময় তাঁকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে বলেও জানা গেছে। শুধু তাই নয়, অমিত শাহ বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে নামার সময় ভি চিহ্ন দেখিয়েছেন বলেও জানা গেছে। সেইসময় মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে দিলীপ ঘোষ, মুকুল রায়কে।

আজ বাঁকুড়ায় বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করতে গিয়ে অমিত শাহের প্রতি মানুষের উচ্ছ্বাস দেখে অমিত শাহ এদিন বলেন, বাংলায় মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। সেইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তাই রাজ্যের দুই তৃতীয়াংশ আসনে বিজেপিই জিতবে বলে জানিয়েছেন তিনি। বস্তুত, এর আগেও অমিত শাহ বাংলায় এসে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন।

সেই প্রসঙ্গে এদিন তিনি আবারও বলেন, দেশের সুরক্ষায়, আর্থিক সুরক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপির শাসন জরুরি। বিজেপির শাসন রাজ্যকে দারিদ্র থেকে বের করে আনবে বলেই দাবি করেন তিনি। সেইসঙ্গে বাংলার বেকার যুবকদের চাকরি হবে বলেও আশ্বাস দেন তিনি।

তবে এই পরিস্থিতিতে শাহ এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন বলে জানা গেছে। তার মধ্যে আদিবাসীদের প্রকল্পও রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেইসঙ্গে সেখানকার মানুষ যে প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকদের প্রাপ্য ৬ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে, সেই অভিযোগও তুলেছেন তিনি।

শুধু তাই নয়, শৌচালয়, বাড়ি তৈরি আদপে কতটা প্রয়োজন, সেই সাহায্য সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, কলকাতায় নামার পর থেকেএ নাকি তিনি সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ এবং সাধারণ মানুষের প্রতি ভালবাসা লক্ষ্য করেছেন। অন্যদিকে সর্বত্রই মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে উৎসাহ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!