এখন পড়ছেন
হোম > অন্যান্য > ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই কেন সদ্য নির্মিত আহমেদাবাদে, বাংলা কেন বঞ্চিত? সৌরভের উপর বাড়ছে ক্ষোভ

১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই কেন সদ্য নির্মিত আহমেদাবাদে, বাংলা কেন বঞ্চিত? সৌরভের উপর বাড়ছে ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালি উন্মাদনা প্রিয়। সেখানে সেই উন্মাদনা যদি হয় খাবার বা খেলা নিয়ে, তাহলে তো কথাই নেই। সেখানে সেই উন্মাদনা থেকে সম্প্রতি বাঙালির সাধের খেলা বাদ পড়তে চলেছে বলেই লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি আগামী ইংল্যান্ড সিরিজের ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই কেন সদ্য নির্মিত আহমেদাবাদে হবে, সেই নিয়েই এবার বোর্ডের সদস্যভুক্ত ক্রিকেট সংস্থার মধ্যে ক্ষোভ চরমে উঠেছে বলে জানা গেছে।

বস্তুত, গত বৃহস্পতিবারই বোর্ডের তরফে আসন্ন ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। সেখানে সিরিজের ভেন্যু নিয়েই এবার অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। সেখানে সৌরভ গাঙ্গুলীর নিজস্ব ক্রিকেট সংস্থা সিএবি, মুম্বই ক্রিকেট সংস্থা সহ একাধিক এসোসিয়েশনের মতে তাদের পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাই তাঁরা রীতিমত ক্ষুব্ধ।

সেখানে কীভাবে গুজরাট ক্রিকেট সংস্থা দুটো টেস্টের পর পাঁচটি টি২০ ম্যাচের দায়িত্ব পেয়েছে, সেই নিয়েই প্রশ্ন উঠেছে। অন্যদিকে পুণে কীভাবে একদিনের সিরিজের সব ম্যাচের আয়োজন করছে, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে প্রত্যেক ক্রিকেট সংস্থাকে। আর এর পিছনে বোর্ডের সূক্ষ্ম রাজনীতি রয়েছে বলেই মনে করছেন ক্রীড়া বিদরা।

সেখানে তথ্য সূত্রে জানা গেছে, ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কারণেই নাকি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা ৭টি ম্যাচের দায়িত্ব পেয়েছে। অন্যদিকে, তামিলনাড়ু ক্রিকেট এসোসিয়েশনের প্রধান রূপা মেরিয়াপ্পান হলেন শ্রীনিবাসনের মেয়ে। আর সেই সুবাদেই তাঁর সংস্থা দুটো টেস্ট পরপর আয়োজন করছে বলেও মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও অনেকেই বলেছেন এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে, ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ণ কিংবা ইডেনে জৈব নিরাপদ বলয় তৈরি করার পরিবেশ রয়েছে। তাই ইংল্যান্ড সিরিজে এই তিন ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হতে পারে। সেখানে সৌরভের এই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েই মুম্বই ক্রিকেট সংস্থার কার্যকরী কমিটির সদস্য নাদিম মুম্বই কেন একটি ম্যাচ ও পেল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে।

এরইমধ্যে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, শেষ ওডিআই ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, ইডেন সিরিজের একটি ম্যাচ পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল। তবে অতিমারী পরিস্থিতির কারণে তিনটের বেশি ভেন্যুতে সিরিজের আয়োজন সম্ভব হচ্ছে না। তবে সেইসঙ্গে পরের হোম সিরিজে ইডেনের ম্যাচ পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারই বোর্ডের তরফে ঘোষণা করা আসন্ন ইংল্যান্ড সিরিজের সূচিতে দেখা গেছে, ৪টে টেস্টের সঙ্গে তিনটে ওডিআই এবং পাঁচটা টি২০ খেলা হবে। সেখানে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। আর সিরিজ শেষ হবে ২৮শে মার্চ।

প্রায় দু মাস চলা এই ক্রিকেট সিরিজ চেন্নাইয়ে শুরু হবে বলে জানান হয়েছে। তারপর যথাক্রমে টি২০ ও একদিনের সিরিজ খেলা হবে। তবে টেস্ট দুই ভেন্যুতে হবে বলেই জানিয়েছে ক্রিকেট বোর্ড। সেখানে চেন্নাইয়ে প্রথম দুই টেস্টের পর বাকি দুই টেস্ট আমেদাবাদে হবে বলে জানান হয়েছে।

যার মধ্যে একটি আবার গোলাপি বলে দিন রাতের খেলা। সেখানে টি২০-র পাঁচটি ম্যাচই মোতেরায় হবে বলেও জানা গেছে। এছাড়া একদিনের সিরিজ হবে পুণের গ্রিনফিল্ড স্টেডিয়ামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!