এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় মহার্ঘ জ্বালানি, তাই তেল ভরতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বঙ্গবাসী

বাংলায় মহার্ঘ জ্বালানি, তাই তেল ভরতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বঙ্গবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে পেট্রোপণ্যের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়ে নিয়েছে কেন্দ্র সরকার। যার ফলে পেট্রোলের দাম পাঁচ টাকা, ডিজেলের দাম দশ টাকা কমেছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলির কাছে আর্জি জানানো হয়েছিল যে, পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দিতে। একাধিক রাজ্য কেন্দ্রর আর্জি মেনে নিলেও, তাতে কর্ণপাত করেনি পশ্চিমবঙ্গ, তাই এখানে জ্বালানির দাম খুব একটা কমতে পারে নি।

এদিকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হলো ঝাড়খন্ড। যেখানে পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে তুলনায় প্রতি লিটারে ৬ টাকা থেকে ৭ টাকা কম। এ কারণেই বীরভূমের সিউড়ি এলাকার বেশ কিছু মানুষ তেল ভরতে চলে যাচ্ছেন ঝাড়খন্ডে। সিউড়ি থানার অন্তর্গত খটঙ্গা, রায়পুর, কেন্দুলী, রনপুর, বড় চাতুরী, সিধুলি সহ অনেকগুলি গ্রাম আছে, যেগুলি ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত। কেন্দুলীর চেকপোস্ট এর পরই শুরু হচ্ছে ঝাড়খন্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখানে রয়েছে একটি পেট্রোল পাম্প। আমজোরা সেতুর আগে রয়েছে এই পেট্রোল পাম্প। ঝাড়খন্ড পেট্রোলের দাম কম থাকার কারণে এখান থেকে তেল ভরলে প্রতি লিটারে অন্তত ৬, ৭ টাকা সাশ্রয় হয়। এই গ্রাম গুলির অনেকেই তেল ভরতে চলে যাচ্ছেন ঝাড়খণ্ডের এই পেট্রোল পাম্পটিতে। যারা কাজ করতে সেখানে যাচ্ছেন, তারা যেমন তাদের গাড়িতে বা বাইকে তেল ভরেন। তেমনি এই গ্রামের অন্যান্য মানুষেরাও সেখানে গিয়ে তেল ভরে গ্রামে ফিরে আসছেন।

এই পেট্রোল পাম্পে কাজ করে থাকেন মৃত্যুঞ্জয় ঘোষ। তিনি জানালেন, বাংলার প্রচুর মানুষ যানবাহনে পেট্রোল ভরতে সেখানে যাচ্ছেন। প্রতি লিটার পেট্রোল ৬,৭ টাকা করে কম পরে ঝাড়খন্ডে। অনেকেই ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে বাংলায় ফিরে যাচ্ছেন। যারা কাজের জন্য সেখানে যাতায়াত করছেন তারা যেমন তেল নিচ্ছেন, তেমনি নিচ্ছেন অন্যান্যরাও।

সিউড়ির এক বাসিন্দা এ প্রসঙ্গে জানালেন, তারা মাঝে মাঝেই সেদিকে যাতায়াত করেন। যখন সেখানে যান, ফুল ট্যাঙ্ক তেল ভরে নেন। কারণ পশ্চিমবঙ্গের তুলনায় সেখানে অনেক সস্তা পেট্রল। অপর এক বাসিন্দা জানান, ঝাড়খণ্ডের পেট্রোল সস্তা, এ কারণেই তারা সেখানে গিয়ে বাইকে পেট্রোল ভরে নিচ্ছেন। সেখানে পেট্রল লিটারে ৬ টাকা থেকে ৭ টাকা কম পড়ে। প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে পেট্রল ভরলে মোটর বাইকের ক্ষেত্রে অন্তত ৬০, ৭০ টাকা বেঁচে যাচ্ছে। গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ আরো বেশি। তাই অনেকেই ঝাড়খন্ডে গিয়ে গাড়িতে, বাইকে তেল ভরছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!