এখন পড়ছেন
হোম > জাতীয় > বাণিজ্যনগরীতে কিসের আশায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী? জেনে নিন

বাণিজ্যনগরীতে কিসের আশায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যে শিল্প নেই- এই অভিযোগ বিরোধীদের আজকের নয়, দীর্ঘদিনের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। তবে এবার তাঁর লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে বিনিয়োগ নিয়ে আসা। আর সেই উদ্দেশ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যে বসতে লক্ষ্মী যে শহরে, সেখানে যেতে চলেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ি দিতে চলেছেন মুম্বাই। তবে তার আগে আজকে তিনি দিল্লি যাচ্ছেন।

এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একটি সাক্ষাৎ পর্ব রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে। আর সেই কারণে দেশের শিল্পপতিদের সাথে সাথে বিদেশের শিল্পপতিদেরও রাজ্যে টানার লক্ষ্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছর বাণিজ্য সম্মেলন হয়নি এরাজ্যে। তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো ফাঁকি দিতে রাজি নন। রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে 2022 20 ও 21 এপ্রিল এ রাজ্যে বাণিজ্য সম্মেলনের ব্যবস্থা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য নগরী মুম্বাইতে যেতে চলেছেন। কার্যত তিনি বাণিজ্য সম্মেলনে সেখানকার শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এ রাজ্যে বিনিয়োগ আনাই তাঁর অন্যতম লক্ষ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য শিল্পায়ন এবং কর্মসংস্থান। কারণ তৃণমূলকে বিরোধীরা এই দুটি ইস্যুকে সামনে রেখে কোণঠাসা করতে শুরু করেছে।

তাই মুখ্যমন্ত্রী আর কোন সময় নষ্ট না করে বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে পদক্ষেপ গ্রহণ করছেন। কার্যত বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে কোন পথে এগোতে হবে তার একটা রুপরেখা তৈরি করাই মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। একইসাথে লক্ষ্য কর্মসংস্থান বাড়িয়ে তোলাও। আপাতত বাণিজ্য নগরী মুম্বাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর কতটা সফল হয়, দেশি-বিদেশী শিল্পপতিরা তাঁর আমন্ত্রণ কিভাবে গ্রহণ করেন, সে দিকেই চোখ থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!