এখন পড়ছেন
হোম > রাজ্য > বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে নিজে উদ্যোগ নিয়ে ব্যাঙ্কের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী

বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে নিজে উদ্যোগ নিয়ে ব্যাঙ্কের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিদ্ধান্ত নিলেন গ্রামাঞ্চলে ১০ হাজার ই-রিকশ দেওয়া হবে। এবং সেই ব্যবস্থা করবে খোদ রাজ্য সরকার। এই  ই-রিকশ’র জন্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সের যুবক-যুবতীরা যাতে সহজে ঋণ পান সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। মনে করা হচ্ছে সরকারী এই সিদ্ধান্তের ফলে কয়েক হাজার যুবক-যুবতির স্বনির্ভর হবে। মূলতঃ এই কারণেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সর্বত্র প্রশংসিত হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ই-রিকশর জন্য মোট দামের মাত্র ৫ শতাংশ টাকা গ্রাহককে দিতে হবে বলে জানা গিয়েছে। বাকি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে। যারমধ্যে আবার ৫০ শতাংশ ঋণ শোধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ৩০ শতাংশ ভর্তুকি দেবে। সম্প্রতি এই ব্যাপারে  প্রতিটি বিডিও অফিসে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগমের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। জানা গেছে ই-রিকশর জন্য আবেদন নেওয়া শুরু হবে অনলাইনে আবেদনের ভিত্তিতে। আগামি কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এক বাঙ্গলা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে রাজ্য সরকার রাজ্যে টোটো বন্ধ করে ই-রিকশ চালানোর জন্য পরামর্শ দিচ্ছে। কিন্তু আগ্রহী বহু যুবক ই-রিকশর জন্য ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা হয়েছে। আর তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে নিগম ব্যাংকগুলির সঙ্গে কথা বলে বেকার যুবকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!