এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে বড়সড় কর্মখালি একাধিক সংস্থায়, চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুযোগ

করোনা আবহে বড়সড় কর্মখালি একাধিক সংস্থায়, চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

মাসের শুরুতে চাকরিপ্রার্থীদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL। সেখানে ব্যাংকে ম্যানেজার সিকিউরিটি পদে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন করার সঙ্গে সঙ্গে আর কি কি বিষয়ে নজর রাখা প্রয়োজন, দেখে নিন একনজরে।

ব্যাংকের চাকরির বিবরণ:-

১) আবেদন প্রক্রিয়া:- ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আগামী ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র এবং ক্যাশ ভাউচার ডাউনলোড করা যাবে এবং ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত নথি অফিসে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টে আবেদনপত্র পাঠানো যাবে।

২) শূন্যপদ- এক্ষেত্রে ম্যানেজার সিকিউরিটি পদে মোট শূন্যপদ ১০০টি। এর মধ্যে SC দের ১৫টি আসন, ST দের ৮ টি আসন, OBC দের ২৭টি আসন, EWS দের ১০টি আসন এবং অসংরক্ষিত শ্রেণির জন্য ৪০টি আসন রয়েছে।

৩) আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। SC/ ST মহিলা প্রার্থীদের শুধুমাত্র পোস্টাল চার্জ দিলেই হবে।

৪) বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

৫) শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবেন।

৬) মাসিক বেতন: বেতন হিসেবে সপ্তম CPC-র ম্যাট্রিক্স লেভেল বা ষষ্ঠ পে কমিশন অনুসারে গ্রেড পে ৫,৪০০টাকা হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৭) কাজের অভিজ্ঞতা: সেনা বা নৌবাহিনী বা বায়ুসেনাতে পাঁচ বছর অফিসার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা গেজেটেড পুলিশ বা প্যারামিলিটারি বা কেন্দ্রীয় পুলিশ সংস্থায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL এ চাকরির বিবরণ :-

১) আবেদনের প্রক্রিয়া:- অনলাইনে আবেদন করতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com সাইটে আবেদন করতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ১ মার্চ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সম্ভাব্য ১৪ই মার্চ লিখিত পরীক্ষা হতে পারে। সম্ভাব্য ২৫ মার্চ এর পর নথি যাচাইয়ের জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা আপলোড করা হতে পারে।

২) শূন্যপদ: পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসম জুড়ে মোট ৫০৫টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

৩) পরীক্ষা পদ্ধতি: প্রথমে ৯০ মিনিটের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস (MCQs)। প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন থাকবে। পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!