বাঁকুড়াতে শক্তিবৃদ্ধি শাসকদল তৃণমূলের, কোন দল থেকে কে এলেন জেনে নিন বিস্তারিত পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য July 30, 2018 তৃণমূল কংগ্রেস দলের সদস্য সংখ্যা বৃদ্ধির হার অব্যাহত। বাঁকুড়া জেলাও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এদিন ফরোয়ার্ড ব্লক দলের একাধিক নেতা-কর্মী- সমর্থক জেলা তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেস দলের সদস্যপদ গ্রহণ করলেন। বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ , নবাগত এই নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের বরণ করে নিলেন। রাজ্যের শাসক দলের সূত্রে জানা যাচ্ছে এদিন ফরোয়ার্ড ব্লক সমর্থিত রাজ্য অগ্রগামী কিষাণ সভার সম্পাদক মণ্ডলীর সদস্য ও ফরোয়ার্ড ব্লকের বাঁকুড়া জেলা সহ-সভাপতি মানিক মুখোপাধ্যায়, ঐ দলেরই যুব শাখার সহ-সভাপতি বিশ্বজিত্ সিনহা সহ আরো দুই শীর্ষ নেতা আনাউল খাঁ ও গণেশ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণ করেছেন। একইসাথে এই জেলার জঙ্গলমহলের বিরোধী দলের বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন বলে দাবি করা হচ্ছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এদিকে বিরোধী দলের সদস্যপদ ধারাবাহিক ভাবে হ্রাস পাওয়ার কারণে রাজনৈতিক মহলেও ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে যদিও সিপিএম, ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হননি। দল পরিবর্তনের পরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মানিক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা কার্যত সমবেত সুরেই বললেন, ক্ষমতায় আসার পরেও বামফ্রন্ট কৃষকদের জন্য কিছুই করে নি। শুধু আশ্বাসই দিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পরই কৃষকদের উন্নতি হয়েছে। কৃষকদের এই উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তিনি এবং অন্যান্যরা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ”জঙ্গল মহল থেকে নির্দল সহ অন্যান্য দলের ২০ থেকে ২২ জন নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিলেন। এছাড়াও ওন্দা ও বাঁকুড়া শহর থেকে সিপিএম ও ফরোয়ার্ড ব্লক নেতা-কর্মীরা দলে যোগ দিলেন। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে যোগ দিতেই একে একে দলে সামিল হলেন।” আপনার মতামত জানান -