এখন পড়ছেন
হোম > রাজ্য > বাঁকুড়ায় তৃণমূল কর্মীর ৭ বছরের শিশুপুত্রের পচা-গলা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধন্দে পুলিশ

বাঁকুড়ায় তৃণমূল কর্মীর ৭ বছরের শিশুপুত্রের পচা-গলা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধন্দে পুলিশ

বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার ঢ্যামনামারা গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর শিশু সন্তানের পচা গলা দেহ উদ্ধার করা হলো। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মৃত শিশুর নাম রুয়ুল কুদ্দুস খান। শিশুটি’র পিতা তৃণমূল কংগ্রেসের ঐ এলাকার সক্রিয় কর্মী দিল ইসলাম। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে গত ১৩ ই মে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগের দিন ওই গ্রামেরই একজনের বাড়ির ছাদ ঢালাই উপলক্ষ্যে কয়েকজন সমবয়স্ক ছেলের সঙ্গে শিশুটিও মিষ্টি খেতে গিয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ উঠেছে তারপর থেকেই শিশুটির কোনো খবর পাওয়া যায়নি। দিন কয়েক পরে একদিন সকালে  ওই গ্রামের পাশের জঙ্গলে কয়েকজন মহিলা প্রাতকৃত্য করতে গেলে তীব্র পচা গন্ধ পায়। এরপরে গ্রামে ফিরে এসে এই কথা জানালে গ্রামবাসীরা দল বেঁধে ঐ জঙ্গলে যায় । জঙ্গলের ভিতরে ঢুকে তারা দেখে রুয়ুল কুদ্দুস খানের মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনার জানিয়ে তালডাংরা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য সম্প্রতি তালডাংরা-বিষ্ণুপুর সীমান্তের এই গ্রামে রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এই শিশু হত্যার সাথে পূর্বের ঘটনার কোনো সম্পর্ক আছে তা নিয়ে ঐ এলাকার মানুষদের মধ্যে জোরদার জল্পনা চলছে। যদিও পুলিশের তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে ‘ঘটনার তদন্ত চলছে’ । এছাড়া অন্য কোনো মন্তব্য করা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!