এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মহিলাদের জন্য বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ ব্যবস্থার কথা জানলে আপনিও গর্ব করবেন

মহিলাদের জন্য বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ ব্যবস্থার কথা জানলে আপনিও গর্ব করবেন


বিজয় ঘোষাল, বাঁকুড়া: জেলার মহিলাদের ‘বইমুখী’ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এই প্রকল্পে গত শনিবার বাঁকুড়া সোনামুখী থানার উদ্যোগে শনিবার সোনামুখী রথতলা পুলিশ ফাঁড়িতে উদ্বোধন হলো ‘মহিলা বিকাশ পাঠাগারের’। উদ্বোধন করেন বিধায়ক অরুপ খাঁ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সহ অন্যান্য পুলিশ আধিকারীকরা। পুলিশ সূত্রে খবর, সোনামুখীর এই মহিলা বিকাশ পাঠাগারে প্রথম পর্যায়ে ২৬০ টি বই রাখা হয়েছে, তবে খুব দ্রুত এই সংখ্যাটা বাড়বে। এই পাঠাগারে সদস্য হয়ে বিনামূল্যে মহিলারা বিভিন্ন ধরণের বই পড়ার সুযোগ যেমন পাবেন তেমনি ইন্টারনেট পরিষেবা সহ কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ঐ পাঠাগারে রাখা ‘কমপ্লেন বুকে’ মহিলারা তাঁদের বিভিন্ন ধরণের সমস্যা ও অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন, যা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট থানা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা থেকে বিধায়ক অরুপ খাঁ সকলেই। তাঁরা বলেন, পুলিশের এই উদ্যোগ তাঁদের জনসংযোগে বিশেষ ভাবে সাহায্য করবে। এদিন ঐ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও যদি যথাযথ শিক্ষা পান তাহলে তাঁর বাড়ি তো শিক্ষিত হবেই, তার সাথে সাথে এই সমাজও শিক্ষিত হবে। মহিলারা এখানে এসে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারও করতে পারবেন, যার ফলে আগামীদিনে মহিলারা আর পিছিয়ে থাকবেন না। এছাড়াও এদিন সোনামুখী থানার উদ্যোগে জেলা পুলিশের ‘উজ্জীবন’ প্রকল্পে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পুলিশ আধিকারিক, এলাকার সিভিক ভলান্টিয়ার সহ মোট ১২৭ জন রক্তদান করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!