এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন ভূমিকায় ‘অ্যাকশন’ শুরু সৌমিত্র খাঁর! ছিনিয়ে নিলেন আরও এক প্রভাবশালী তৃণমূল নেতাকে

নতুন ভূমিকায় ‘অ্যাকশন’ শুরু সৌমিত্র খাঁর! ছিনিয়ে নিলেন আরও এক প্রভাবশালী তৃণমূল নেতাকে


তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েই তিনি সামলেছিলেন শাসকদলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ! তাঁর উদ্দেশ্যে তৃণমূলের ‘যুবরাজ’ জানিয়েছিলেন – দল আবর্জনা মুক্ত হল! এরকম সৌমিত্র খাঁ নাকি তৃণমূল এক রাত্রেই পাঁচ লক্ষ তৈরী করে নিতে পারে। কিন্তু, মুখে এ কথা বললেও, সৌমিত্র খাঁকে আটকানো তো দূরের কথা, তাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর আসনে সামান্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারে নি তৃণমূল কংগ্রেস।

আর সাংসদ সৌমিত্র খাঁকে আরও গুরুদায়িত্ব দিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। তাঁকে এবার বঙ্গ বিজেপির যুব মোর্চার শীর্ষে বসানো হল। আর দায়িত্ব পেয়েই সৌমিত্র খাঁ জানিয়েছিলেন ২০২১-এর ভোট যুদ্ধে বিজেপিকে জয়ী করতে এক ইঞ্চিও জমি তৃণমূলকে ছাড়বে না তাঁর নেতৃত্বাধীন গেরুয়া শিবিরের যুব মোর্চা। আর সেই পথেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন তিনি। তাঁর হাত ধরে রোজই তৃণমূলের কোনো না কোনো প্রভাশালী নেতা বিজেপিতে যোগদান করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সৌমিত্রবাবু দাবি করেছিলেন অন্তত ৭০ জন নেতা-কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে ঘাসফুল শিবিরকে আরও বড় ধাক্কা দিলেন। তাঁর হাত ধরে বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত সমিতির সদস্য স্বরূপ ঘোষ আজ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। প্রসঙ্গত, বাঁকুড়ায় দাপুটে নেতা বলেই পরিচিত স্বরূপ ঘোষ। এই যোগদানের ফলে, বাঁকুড়ায় তৃণমূল আরও ব্যাকফুটে চলে গেল বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

সৌমিত্র খাঁকে বিজেপির যুব মোর্চার সর্বেসর্বা করার পরেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন, এবার তৃণমূলে বড়সড় ভাঙন ধরতে চলেছে। কেননা, সৌমিত্রবাবু বঙ্গ রাজনীতির যুব ‘সেগমেন্টে’ কার্যত অপ্রতিরোধ্য। ছাত্র রাজনীতি করে উঠে আসা এই নেতা, যুব কংগ্রেসের অন্যতম শীর্ষপদ সামলেছেন। তারপর তৃণমূলে যোগ দিয়ে সেখানেও যুব সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। আর তাঁর সেই প্রোফাইল দেখেই গেরুয়া শিবিরও তাঁর উপর আস্থা রাখল। আর, দায়িত্ব পেতেই নিজের ক্যারিশমা দেখতে শুরু করে দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!