এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে হামলা, “নিশ্চয়ই তৃণমূল” পাল্টা শুভেন্দু!

বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে হামলা, “নিশ্চয়ই তৃণমূল” পাল্টা শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে পুলিশ দলদাসে রূপান্তরিত হতে গিয়ে প্রতি মুহূর্তে যে আক্রমণের শিকার হচ্ছে, সেই রকম বেশ কিছু ঘটনা সামনে এসেছে। আর এবার বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে প্রচুর দুষ্কৃতি গিয়ে পুলিশের ওপর যেভাবে আক্রমণ করেছে, তা নিয়েই সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা নিশ্চয়ই তৃণমূল বলে পাল্টা পুলিশের চাপ বাড়িয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়. আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যারা এই কাজ করেছে, তারা নিশ্চয়ই তৃণমূল। তৃণমূল হলেই পুলিশকে পেটাতে পারে। পুলিশ মার খাবে, টেবিলের তলায় ঢুকে যাবে। কিছু করবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!