গুজরাটে প্রথম দফার নির্বাচনে উদ্ধার বিপুল পরিমান বাতিল টাকা জাতীয় বিশেষ খবর December 10, 2017 গুজরাটে প্রথম দফার নির্বাচন চলাকালীন গতকাল টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার মত গুরুতর অভিযোগ এসেছিল এক বিজেপি প্রার্থীর আত্মীয়ের বিরুদ্ধে। আর আজ জানা যাচ্ছে বিরাট মূল্যের বাতিল টাকা উদ্ধার হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিশেষ সূত্র মারফত খবর পায় ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যে ভারুচের একটি অফিসে বিপুল পরিমান বাতিল টাকা লুকোনো আছে, যা আদতে কালো টাকা। এরপর একটি বিশেষ দল ভারুচের মিস্টার/মিসেস যমুনা বিল্ডিং ম্যাটেরিয়ালের অফিসে পৌঁছান। সেখান থেকে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করে তদন্তকারী দল, জানা যাচ্ছে মোট উদ্ধার হওয়া অর্থের মূল্য প্রায় ৫০ কোটি টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই কোম্পানির বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং আইন অনুযায়ী তাঁদের কাছ থেকে প্রায় ২৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা জরিমানা আদায় করা হবে। কিন্তু গুজরাট ভোট চলাকালীন এই পরিমান কালো টাকা উদ্ধার হওয়ায় তা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। আপনার মতামত জানান -