এখন পড়ছেন
হোম > রাজ্য > বন্যা পরিস্থিতি ভয়াবহ রাজ্যে, বড় ঘোষণা মমতার! জেনে নিন!

বন্যা পরিস্থিতি ভয়াবহ রাজ্যে, বড় ঘোষণা মমতার! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে 24 পরগনা, বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আর এই পরিস্থিতিতে ভয়াবহ বন্যায় মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। যেখানে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বন্যা পরিস্থিতির কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই বিপর্যস্ত এই পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর কারনে সরকারের ভূমিকায় রীতিমতো খুশি সাধারণ মানুষ।

সূত্রের খবর, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের নির্দেশ দেন তিনি। দ্রুত যাতে এলাকায় পৌঁছে যান মন্ত্রিসভার সদস্যরা, সেই ব্যাপারে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই দক্ষিণবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে যে 16 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দেন তিনি। যেখানে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় সরকারের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির কারণে নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকা মানুষজনকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রশাসন। দ্রুত নিরাপদ স্থানে এনে তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। একদিকে অতিবৃষ্টি এবং অন্যদিকে ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে সরকার যে তাদের দায়িত্ব পালন করতে সব সময় সদর্থক ভূমিকা গ্রহণ করবে, তা মন্ত্রিসভার বৈঠকে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!