এখন পড়ছেন
হোম > অন্যান্য > বানভাসি দক্ষিণবঙ্গের পর এবার পালা উত্তরবঙ্গের, বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের

বানভাসি দক্ষিণবঙ্গের পর এবার পালা উত্তরবঙ্গের, বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুদিনের বৃষ্টিতেই বানভাসি অবস্থা কলকাতা ও শহরতলীর, এখনো দুর্ভোগ থেকে পুরোপুরি রেহাই মেলেনি শহরবাসীর। তবে, নিম্নচাপটি এখন বিহার, ঝাড়খন্ড রাজ্যের দিকে সরে যাবার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে। কিন্তু এবার প্রবল বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গে। জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা এখন তেমন নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে নিম্নচাপ নয়, এখন কিছুদিন স্বাভাবিক বর্ষার বৃষ্টি চলবে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগর কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে, নিম্নচাপ ঝাড়খন্ড-বিহারে যে অবস্থান করছে, তার প্রভাবে প্রবল বর্ষণ ঘটবে উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টা ঘটবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং ও কালিম্পং জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পর্যন্ত প্রবল বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে প্রবল বর্ষণের কারণে ধ্বস নামার আশঙ্কা রয়েছে। নদীর জল স্তর বেড়ে গিয়ে একাধিক স্থান প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবার শুরু হবে প্রবল বর্ষণ। আগামী বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!