এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বন্যা পরিস্থিতি নিয়ে এবার তৃণমূল সাংসদ দেব ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে

বন্যা পরিস্থিতি নিয়ে এবার তৃণমূল সাংসদ দেব ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট অতিবৃষ্টির জেরে রাজ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তার ওপরে ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতি চূড়ান্ত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে দেখা গিয়েছে। কার্যত তিনি আজকে বন্যার জলে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। অন্যদিকে তৃণমূলের আর এক সাংসদ দীপক অধিকারী তথা দেব আজকে ঘাটাল পরিদর্শনে আসেন। কার্যত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখতে যান তারকা সাংসদ দেব। আর সেখানেই তিনি নাম না করে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

প্রথম থেকেই তৃণমূল সাংসদ ঘাটালের জন্য ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলে এসেছেন। আজকে শেষপর্যন্ত দেব জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে আবেদন করে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরীর কথা জানানো হয়েছে। কিন্তু কার্যত কেন্দ্রীয় সরকার কোন ব্যবস্থাই গ্রহণ করেনি। তাই এবার দেব স্পষ্টত ঘোষণা করলেন, যতদিন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে বসছেন, ততদিন পর্যন্ত ঘাটাল মাস্টারপ্ল্যান হবার আর কোনো আশা নেই। কার্যত এদিন বিধানসভা নির্বাচনের আগে যেভাবে বিজেপি নেতারা এলাকায় এলাকায় পৌঁছে গিয়েছিলেন তাই নিয়েও দেব তীব্র কটাক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেব সাধারণত সরাসরি কাউকে কিছু বলেন না। কিন্তু ঘাটালে আজকের পরিস্থিতি দেখে তিনি বিজেপির নাম না করে বলেন, যেভাবে এতদিন পর্যন্ত সোনার বাংলা বানানোর কথা বলে এসেছে বিরোধী দল, এখন তাঁদের কাউকেই পাওয়া যাচ্ছেনা। নাম না পরে দেব অভিযোগ করেন, রাজনীতিতে নতুন একটি ভাষা এসেছে। মানুষের জন্য খুব কম দল কাজ করে। পাশাপাশি কেন্দ্রের ক্ষমতায় যারা রয়েছেন, তারা শুধু মুখের কথা বলেন, কোন কাজ করেন না।

কার্যত এক্ষেত্রে কাজ করার দিকে দেবের ইঙ্গিত যে তৃণমূলের দিকে, তা বলার অপেক্ষা রাখেনা। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে কার্যত তৃণমূল এবং বিজেপির চাপানউতোর শুরু হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানা যাচ্ছে। একই সাথে তিনি রাজ্যকে যথাযথভাবে সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এখন সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!