এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাপ রে বাপ, দুধের ব্যাবসা করে প্রাসাদোপম বাড়ি জয়ন্ত সিংয়ের! পেছনে কার ইন্ধন?

বাপ রে বাপ, দুধের ব্যাবসা করে প্রাসাদোপম বাড়ি জয়ন্ত সিংয়ের! পেছনে কার ইন্ধন?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আড়িয়াদহের জয়ন্ত সিংহের একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসছে। কিভাবে তিনি সাধারণ মানুষদের ওপর অত্যাচার করেছেন, কিভাবে লুটতরাজ করেছেন, কিভাবে মানুষকে মারধর করেছেন, তার ভিডিও ফাঁস হওয়ার পরে রীতিমতো চাপ পেরেছে তার মাথায় হাত রাখা বহু প্রভাবশালী ব্যক্তির। ইতিমধ্যেই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় একে অপরের দিকে দোষ চাপাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি দেখলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে।

সূত্রের খবর, এদিন আড়িয়া দহের বেতাজ বাদশা বলে পরিচিত জয়ন্ত সিং, যিনি এখন গ্রেপ্তার হয়ে রয়েছেন, তার বাড়ির ছবি প্রকাশ্যে আসে। যা দেখে অনেক রথি মহারথীও হার মানবেন। কারণ তার বাড়ির যে চিত্র সামনে এসেছে, তাতে একটা জিনিস স্পষ্ট যে, সহজে এই বাড়ি হয়নি। তাহলে কি নেপথ্যে কারও মদত রয়েছে? তার ইন্ধনেই কি মানুষের কাছ থেকে লুটতরাজ করে এই প্রাসাদ সম বাড়ি তৈরি করেছেন জয়ন্ত সিং? সামান্য দুধের ব্যবসা থেকে এত বড় বাড়ি তৈরি করা চাট্টি খানি কথা নয়। তাই এর পেছনে কারা কারা রয়েছে, কারা এতদিন জয়ন্ত সিংকে মানুষের ওপর অত্যাচার করার পরেও ইন্ধন দিয়েছেন, সেটাই লাখ টাকার প্রশ্ন সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!