এখন পড়ছেন
হোম > জাতীয় > বাড়ানো হলো শুভেন্দু অধিকারীর নিরাপাত্তা, কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী

বাড়ানো হলো শুভেন্দু অধিকারীর নিরাপাত্তা, কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর রাজ্যের শাসক দল তৃণমূল তাঁর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি গ্রহণ করতে পারে বলে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি জানিয়েছিলেন যে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন তিনি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপরই মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার, এই পরিস্থিতিতে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে।

গতকাল দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল দল ছেড়ে দেবার পর তাঁর বিজেপি যোগের জল্পনা তীব্র হয়ে উঠেছে। আগামীকাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর ওপর যাতে কোনো রকম প্রাণঘাতী হামলা না হয়, সে জন্য তাঁর নিরাপত্তা বাড়ানো হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট ও তাঁর ওপর হামলার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গেছে শুভেন্দু অধিকারী নিরাপত্তায় সম্প্রতি ২৪ ঘন্টা মোতায়েন থাকবেন ৩০ জন কেন্দ্রীয় জওয়ান। সেই সঙ্গে তাঁকে সর্বদা ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো।

প্রসঙ্গত, গত ২৭ সে নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রীত্ব ছেড়ে দেবার পর সরকারি নিরাপত্তা, গাড়ি ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে কোনরকম নিরাপত্তারক্ষী ছাড়াই যাতায়াত করছিলেন তিনি। কিন্তু গতকাল দল থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর উপর আক্রমণ ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে নিরাপত্তার চাদরে মুড়ে দিলো।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির পরামর্শ মেনেই শুভেন্দু অধিকারীর জন্য এই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে তাকে দেয়া হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি। সাধারণত, জেড ক্যাটাগরির নিরাপত্তা যারা পেয়ে থাকেন, তারা ২২ জন নিরাপত্তা রক্ষী পেয়ে থাকেন। যার মধ্যে থাকেন ৪, ৫ জন এসএসজি কমান্ডো ও পুলিশকর্মী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!