বারাসাতে ধৃত তৃণমূল কাউন্সিলর সম্পর্কে নয়া তথ্য! ঘুম ওড়ালেন শুভেন্দু! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর নিয়ে যখন তৃণমূলের চরম অস্বস্তি, ঠিক তখনই বারাসাতে এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে সিআইডি। যেখানে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মুক্তিপণ চাওয়ার দাবিতে সেই তৃনমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনা নিয়েই সোচ্চার হওয়ার পাশাপাশি সেই তৃণমূল কাউন্সিলর সম্পর্কে বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এরা কোনো ভোটে জিতে আসা কাউন্সিলর নয়। এদেরকে মানুষ ভোট দেয়নি। এরা সব ছাপ্পা মেরে জিতে আসা কাউন্সিলর।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী ঠিক কথাই বলেছেন। যদি ভোটে সঠিকভাবে এরা জিতে আসত, তাহলে মানুষের সঙ্গে এই অন্যায় করার সাহস এদের থাকত না। আসলে পেছনের দরজা দিয়ে সন্ত্রাস করে ভোটে জিতে এসে এখন সর্বস্ব লুট করার চেষ্টা শুরু হয়ে গিয়েছে বলেই দাবি বিরোধী শিবিরের। আপনার মতামত জানান -