এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বারবার অনিয়মিতভাবে বালি খননের অভিযোগ ওঠায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

বারবার অনিয়মিতভাবে বালি খননের অভিযোগ ওঠায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের নানা স্থান থেকে বারবার অবৈধভাবে বালি খননের অভিযোগ উঠেছে। বিরোধীরা এ বিষয়ে বারবার কাঠগড়ায় তুলেছে সরকারকে। প্রশাসনের বিরুদ্ধেও একাধিকবার অভিযোগ উঠেছে নিষ্ক্রিয়তার। এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অবৈধভাবে বালি উত্তোলন তথা বালি পাচার রুখতে এবার স্ট্যান্ড মাইনিং পলিসি ২০২১ আনা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, রাজ্যের কোন স্থান থেকে যদি বালি, কয়লা বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদ লুটের খবর আসে, তবে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের কোন অনিয়ম যদি কেউ দেখতে পান, তাহলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে তিনি অভিযোগ করতে পারবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর, এই অভিযোগ পাওয়ার পর এই বিষয়টি খতিয়ে দেখবে সরকার ও প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যে, বালি উত্তোলন নিয়ে বহুবার বহু অভিযোগ এসেছে। এ কারণে স্যান্ড মাইনিং পলিসি, ২০২১ আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন, স্থানীয় মাফিয়ারা বালি, পাথর পাচার করে বলে বহু জায়গা থেকে বহুবার অভিযোগ উঠেছে।

কাউকে যদি বালি খননের দায়িত্ব দেয়া হয়, তবে তিনি চার গুণ বেশি খনন করেন। যার ফলে রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট হতে চলেছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান যে, জেলা শাসকের হাতে আগে খননের দায়িত্ব দেয়া হয়েছিল। এবার থেকে এই দায়িত্ব মিনারেল মাইনিং কমিটির হাতে দেওয়া হবে। রাজ্যের মুখ্য সচিব, অর্থসচিব এ বিষয়টির সম্পূর্ণ দেখাশোনা করবেন।

এভাবেই বালি মাফিয়া রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। অবৈধভাবে বালি উত্তোলন নিয়ে বিরোধীদের বারবার অভিযোগ অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। তাই এ বিষয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!