এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বারবার বিরোধিতায় ক্ষুব্ধ রাজ্যপাল, অবশেষে একহাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে

বারবার বিরোধিতায় ক্ষুব্ধ রাজ্যপাল, অবশেষে একহাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে রাজভবন ও নবান্নের বিরোধ এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। একাধিক বিষয় নিয়ে বারবার নানা অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর রাজ্যপালকে বারবার কটাক্ষ করতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। বারবার বিরোধে ক্ষুব্ধ রাজ্যপাল এবার কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। রাজ্যপালের বক্তব্যকে ঘিরে একেবারে তোলপাড় বঙ্গ রাজনীতি।

প্রসঙ্গত, রাজ্যের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপালের আহবানে সাড়া দিতে দেখা যায়নি উপাচার্যকে। এরপর প্রবল ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। এক টুইট করে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়ানক। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্যরা রাজ্যপালের সঙ্গে বৈঠকে যোগদান করেননি। তিনি অভিযোগ করেছেন, শিক্ষাক্ষেত্রে চলছে দলবাজি। আইনের শাসন চলছে না, চলছে শাসকের আইন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই টুইটের পর রাজ্যপালকে ঘিরে প্রবল কটাক্ষ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, দিনের পর দিন ধরে রাজ্যপাল যদি বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, তবে কেরলের রাজ্যপাল যা বলেছেন, তারা সেটা বিচার করে দেখবেন, আলোচনা করে দেখবেন, দরকার হলে আইনজ্ঞের পরামর্শ নেবেন। অন্তত অন্তর্বর্তী সময়ের জন্য আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনা যায় কিনা।

ব্রাত্য বসুর এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকার। এ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষামন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করে দেবেন। তিনি মুখ্যমন্ত্রীকে রাজ্যপালই করে দিন, তাহলে হয়তো তার শান্তি হবে। রাজ্যের মন্ত্রীর কাছে এই আচরন অনুচিত বলে, অভিযোগ করলেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার নানা অভিযোগ করেছেন রাজ্যপাল। এবার সেই ইস্যুতেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত চূড়ান্ত আকার ধারণ করতে পারে বলে অনুমান অভিজ্ঞ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!