এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বারবার বোমাবাজিতে ক্ষুব্ধ অর্জুন সিং, কাঠগড়ায় তুললেন শাসকদলকেই

বারবার বোমাবাজিতে ক্ষুব্ধ অর্জুন সিং, কাঠগড়ায় তুললেন শাসকদলকেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৮ ই সেপ্টেম্বর অর্জুন সিং এর বাড়ির কাছে তুমুল বোমাবাজি ঘটেছিল। একসঙ্গে তিনটি বোমা ফেটেছিল অর্জুন সিং এর বাড়ির কাছে। সে সময় অর্জুন সিং এর এই বাড়িতে ছিলেন তার ছেলে পবন সিং। এরপর এই ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। কিন্তু এরপরও অর্জুন সিং এর বাড়ির সামনে ফের ঘটেছে বোমাবাজি। আজ সকাল নটা বেজে কুড়ি মিনিটে বোমাবাজির ঘটনা ঘটেছে অর্জুন সিং এর বাড়ির পেছনে। বাড়ির কাছে বারবার বোমাবাজির ঘটনায় ক্ষুব্ধ অর্জুন সিং। এর জন্য সরাসরি দায়ী করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সকালে অর্জুন সিং এর বাড়ির ২০০ মিটারের ফাকা জমিতে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। জানা যায় বোমা ছোড়ার পর পালিয়ে যেতে দেখা যায় বেশ কিছু দুষ্কৃতীকে। এই ঘটনা প্রসঙ্গে অর্জুন সিং জানিয়েছেন যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এভাবে বোমা ছুড়েছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল ছাড়া আর কারো কাছে দুষ্কৃতী নেই। তিনি আরও অভিযোগ করেছেন, যেহেতু আগের বোমাবাজির ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে এনআইএ। সেজন্য তাঁকে আরো চাপে রাখতে দুষ্কৃতীরা বোমা ছুড়েছে তাঁর বাড়ির পেছনে। তৃণমূলের মদতেই এই কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অর্জুন সিংকে ভয় দেখানোর উদ্দেশ্যেই সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এ কাজ করিয়েছে তৃণমূল। তবে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ ভৌমিক জানিয়েছেন যে, গোটা ভাটপাড়ায় কোন কিছু হচ্ছে না। আর যত বোমাবাজির ঘটনা ঘটছে কিনা শুধুমাত্র অর্জুন সিং এর বাড়িতেই? কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, সিসিটিভি ক্যামেরা যেখানে, বাইরে থেকে কাউকে বোমা ছুড়তে দেখা যাচ্ছে না। তাহলে ভেতর থেকে বোমা ফেলে কি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!