এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতে কি বাড়ছে DA? কত শতাংশ বৃদ্ধি পাবে? মুখ খুললেন দেবাশীষ শীল

সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতে কি বাড়ছে DA? কত শতাংশ বৃদ্ধি পাবে? মুখ খুললেন দেবাশীষ শীল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরের প্রথম দিন থেকে রাজ্যে চালু হয়েছে ষষ্ঠ পে কমিশন, এ কারণে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, বাড়বে D.A.। এমন অনেকেই আশা করেছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, সরকারের ঘোষণার পরও বাড়ে নি D.A.। এদিকে সামনে আসতেই আসতে চলেছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন এর প্রাক্কালে সরকারি কর্মচারীদের D.A. বাড়বে এমন আশা পোষণ করছেন অনেক সরকারি কর্মচারী। এবার এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানালেন, সরকারি কর্মচারী পরিষদের রাজ্য কনভেনার দেবাশীষ শীল।

সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের সরকারি কর্মচারী পরিষদের রাজ্য কনভেনার দেবাশীষ শীল জানালেন যে, গত ২০১৯ সালের আগস্ট মাসে তিনি, তাঁর সংগঠনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ষষ্ঠ পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, পে কমিশনের ঘোষণার পর রিপোর্ট দিতে কোন রাজ্য ৬ মাস বা ১ বছর সময় নেয় না। কিন্তু তিনি তিন বছর পার করে দিয়েছেন। তাই, ষষ্ঠ পে কমিশনের চেয়ারম্যান পদে থাকার নৈতিক অধিকার তাঁর নেই। বেতন কমিশনের সুপারিশ প্রকাশ করতে অযথা দেরী করার প্রতিবাদে চেয়ারম্যান অভিরুপ সরকার মহাশয়ের পদত্যাগ দাবী করে গত বছর বিকাশ ভবন অভিযান তাঁরা ডেপুটেশন দিতে গিয়েছিলেন।

তিনি অভিযোগ করেছেন, পুলিশ তাঁদের বিকাশ ভবন পৌঁছাতে দেয়নি। উন্নয়ন ভবনের সামনেই তাদের মিছিল আটকে দেয়। তবে তাঁর দাবি ছিল, তাদের মিছিল ছিল একান্তই শান্তিপূর্ণ। পুলিশের সঙ্গে তাদের কিছুটা বিরোধ বাধে। শেষপর্যন্ত পুলিশ তাদের একদল প্রতিনিধিকে অভিরূপ সরকারের দপ্তরে যেতে দেয়। তবে, দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ডেপুটি সেক্রেটারির কাছে তাঁরা চিঠি জমা দেন। তিনি তাদেরকে জানান যে, সরকারি কর্মচারীদের এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

গতবছর অগাস্ট মাসে তাঁরা এই ডেপুটেশন জমা দিয়েছিলেন। এরপর পুলিশ অনেকদিন তাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি। এক বছর পর পুলিশ হটাৎ একদিন তাঁকে ফোন করে জানায় যে, হাবরা থেকে হাওড়া কোথাও তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ। যার উত্তরে তিনি পুলিশকে জানান যে, পুলিশের কাছে যখন তাঁর ফোন নাম্বার আছে। তখন তাঁকে খুঁজে পাওয়া না পাওয়ার কোন কারণ নেই। এরপর তিনি জানতে পারেন যে, পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

তিনি অভিযোগ করেন যে, রাজ্যের বিজেপি প্রভাবিত সংগঠনগুলি ও প্রতিবাদী সংগঠন গুলোর সদস্যদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন মামলা রুজু করে তাদের হেনস্তা করছে। তাঁর বিরুদ্ধে মামলা থাকার কারণে গত অক্টোবর মাসে বিধান নগর কোর্টে তিনি উপস্থিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি জামিন পান। এই ঘটনা নিয়ে তিনি সরব হয়েছেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। উভয়ের ভূমিকার তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন যে, কোন সংগঠনের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকলেই তাদের নাম কেস দিচ্ছে পুলিশ। সরকারি কর্মচারী পরিষদের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকার জন্যই তাঁদের বিরুদ্ধে কেস দিয়ে তাঁদের হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই সরকারকে তিনি প্রতিহিংসা পরায়ণ সরকার বলে অভিযোগ করলেন।

তিনি জানালেন যে, D.A. বিষয়ে আদালত এক ইতিবাচক রায় দিয়েছে। যেখানে আদালত জানিয়েছে যে, D.A. সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। তাঁর অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবের কারণেই D.A. থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মচারীরা। দীর্ঘকাল ধরে মামলা চালিয়ে বঞ্চনা করছে সরকার। সরকারের সদিচ্ছা না থাকার কারণেই এই মামলা দীর্ঘায়িত করা হচ্ছে।

তিনি জানান যে, গত ৩০ সে সেপ্টেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব বাবু অবসর গ্রহণ করেছেন। এরপর তাঁর স্থানে এসেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে কনডেম করবেন তাঁরা । আগামী ১৬ ই ডিসেম্বর আদালতে D.A. বিষয়ের মামলার শুনানি আছে। কিন্তু এই মামলার কোনো ইতিবাচক রায় হবে না বলেই তিনি মত প্রকাশ করছেন। জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া তার আগে কোনো সম্ভাবনা নেই বলে জানালেন তিনি।

তিনি জানান, সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করেছে। এ কারণেই রাজ্যের ২৭ থেকে ২৮ লক্ষ সরকারি কর্মচারীর ভোট বিজেপির দিকে চলে যাবে। নির্বাচনের পূর্বেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই সরকার। তিনি অভিযোগ করেছেন, সরকারে একমাত্র মুখ্যমন্ত্রী সক্রিয়, বাকিরা সকলে নিষ্ক্রিয়। এভাবেই সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন সরকারি কর্মচারী পরিষদের রাজ্য কনভেনার দেবাশীষ শীল।এর বিরুদ্ধে তাঁরা রাস্তায় নামবেন। D.A. এরিয়ার সমস্ত কিছুর জন্যে আন্দোলনে নামবেন তাঁরা। তাঁর অভিযোগ, অতীতে কোনো সরকার যা করেনি, তাই করছে এই সরকার, রাজ্য সরকারি কর্মচারীরা চরম বঞ্চনার শিকার বর্তমান রাজ্য সরকারের আমলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!