এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাড়ছে জটিলতা, বাড়ছে চিন্তা – ICU-তে স্থানান্তরিত করা হল করোনা আক্রান্ত রাজ্যের বিধায়ককে

বাড়ছে জটিলতা, বাড়ছে চিন্তা – ICU-তে স্থানান্তরিত করা হল করোনা আক্রান্ত রাজ্যের বিধায়ককে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসে অনেকে আক্রান্ত হলেও বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে উঠছেন বিশেষজ্ঞরা বলছেন যদি কারো শরীরে অন্য কোনো অসুখ বাসা না বাঁধে তাহলে এই ভাইরাসে সুস্থ হয়ে যাওয়া কোন সমস্যা নয় কিন্তু এক্ষেত্রে বৃদ্ধ এবং শিশুদের কিছুটা সতর্ক থাকতে বলা হচ্ছে কেননা এই দুই বয়সীদের শরীরে নানা সময় নানা অসুখ বাসা বাঁধে। ফলে তাদের সতর্ক থাকা বাধ্যতামূলক।

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক সিপিএমের অশোক রঞ্জন ভট্টাচার্য। আর অশোকবাবুর বয়স ভার অনেকটাই হওয়ায় তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা মহলে শুরু হয়েছিল প্রার্থনা। এমনকি রবিবার সকাল 10 টা পর্যন্ত তিনি ভালই ছিলেন। কিন্তু হঠাৎ করে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে শুরু করে। যার ফলে তৈরি হচ্ছে আশঙ্কা।

জানা গেছে, বর্তমানে তাকে শারীরিক অসুস্থতার জন্য আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক। বয়সের কারণে করোনা ভাইরাসের পাশাপাশি তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ছে কিনা, তা নিয়ে এখন নানা মহলে তৈরি হয়েছে আশঙ্কা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন সকালেই ফোনে নিজের সহধর্মিনীর সঙ্গে কথা বলেছেন অশোক রঞ্জন ভট্টাচার্য। আর দশটার পর থেকে তার শরীরে অক্সিজেনের মাত্রা যেভাবে কমতে শুরু করে, তাতে রীতিমত চিন্তার ভাঁজ পড়ে যায় চিকিৎসক মহলে। একাংশ বলছেন, কিছুদিন আগে প্রবল শারীরিক অসুস্থতায় গ্রাস করেছিল অশোকবাবুকে। তবে সেই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সুস্থ হয়ে আবার রাজনৈতিক জগতের সক্রিয় হয়ে উঠেছেন তিনি। আর জনপ্রতিনিধির মেয়াদ শেষ হওয়ার পর পৌরসভার প্রশাসক পদে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ শুরু করেছিলেন অশোক ভট্টাচার্য।

তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় তার শরীরেও এই ভাইরাস বাসা বাধায় হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু এবার যেভাবে তার অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে এবং তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে, তাতে চিন্তা বাড়ছে তার অনুগামীদের। সকলেই চাইছেন, দ্রুত এই সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সুস্থ হয়ে উঠুন অশোক ভট্টাচার্য। এখন শেষ পর্যন্ত শারীরিক দুর্বলতাকে কাটিয়ে, করোনার করালগ্রাস থেকে তিনি মুক্তি পান কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!