এখন পড়ছেন
হোম > রাজনীতি > বাড়ছে করোনা, দুই দফার ভোট কি একসাথে? বাড়ছে জল্পনা!

বাড়ছে করোনা, দুই দফার ভোট কি একসাথে? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস‌। নির্বাচন চলার কারণে তার মাত্রাতিরিক্ত আকার ধারণ করায় তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। আর এই অবস্থায় নির্বাচনী প্রচারে যাতে সকলে সংক্ষিপ্ত আকারে সমস্ত দিক সামাল দেন, তার জন্য সতর্কবার্তা জারি করছে কমিশন থেকে শুরু করে হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিন্দুমাত্র সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক মিটিং-মিছিল পুরোদস্তুর করার কারণে তৈরি হচ্ছে অশান্তি। আর এই পরিস্থিতিতে দুই দফার নির্বাচনে যখন বাকি রয়েছে, তখন সেই দুই দফার নির্বাচন কি এবার একদফায় করতে চলেছে নির্বাচন কমিশন?

সূত্রের খবর, শুক্রবার কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আর সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। একাংশ মনে করছেন, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। তাই কমিশনের পক্ষ থেকে বাংলার বাকি থাকা দুই দফার বিধানসভা নির্বাচন একদফায় করার ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশ্লেষকদের একাংশ বলছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে নির্বাচন কমিশনকে ভৎসনা করা হয়েছে। যেখানে শুধুমাত্র সার্কুলার দিয়ে কেন হাত পা গুটিয়ে বসে রয়েছে কমিশন, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। অর্থাৎ কমিশন কড়া পদক্ষেপ নিয়ে প্রচার বা মিটিং মিছিলের মত করোনা ভাইরাস বৃদ্ধির অন্যতম বিষয়গুলোকে বন্ধ করতে পারছে না, সেই কথা হাইকোর্টের প্রধান বিচারপতির গলায় শোনা গেছে।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অস্বস্তি বাড়ছে নির্বাচন কমিশনের আর তার মাঝেই এবার শুক্রবার কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকাকে কেন্দ্র করে বাংলার দুই দফার নির্বাচন একসাথে করানোর ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে আগামীকালের বৈঠকে কমিশনের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!