এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাড়ছে করোনা তীব্রভাবে, অথচ হচ্ছে না পরীক্ষা, মিলছে না রিপোর্ট, জমছে তীব্র ক্ষোভ

বাড়ছে করোনা তীব্রভাবে, অথচ হচ্ছে না পরীক্ষা, মিলছে না রিপোর্ট, জমছে তীব্র ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় যা প্রায় ১৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু অভিযোগ উঠেছে, রাজ্যে করোনার সংক্রমণ বাড়লেও বিভিন্ন জেলার বহু হাসপাতালে করোনা পরীক্ষার উপযুক্ত ব্যবস্থাই নেই। করোনা পরীক্ষা করাতে এসে মানুষকে করতে হচ্ছে শবরীর প্রতীক্ষা।

করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। কিন্তু করোনা পরীক্ষার ডেট মিলছে না। কোনমতে করোনা পরীক্ষা হলেও, তার রিপোর্ট আসতে হচ্ছে প্রচুর বিলম্ব। রিপোর্ট না পাওয়ার কারণে সমস্যা থাকলেও ভর্তি হতে পারছেন না তারা হাসপাতালে। ফলে জমছে ক্ষোভ।

রাজ্যের একাধিক জেলায় এমন চিত্রই লক্ষ্য করা যাচ্ছে। বহরমপুরের মাতৃসদনে দেখা যাচ্ছে, বহু মানুষ করোনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেরই শরীরের নানা উপসর্গ রয়েছে। কারোর হাত পা অবশ হয়ে গেছে, কারো খুসখুসে কাশি, জ্বর হয়েছে, কারো স্বাদ-গন্ধের অনুভূতি নেই। কিন্তু করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন না তারা। করোনা পরীক্ষা করাতে গেলে তাদের ১২ দিন পর পরীক্ষার ডেট দেয়া হচ্ছে।

আবার, পরীক্ষা হলেও পরীক্ষার রিপোর্ট আসতে আরও কিছুদিন দেরি হচ্ছে। আর রিপোর্ট না থাকার কারণে হাসপাতালে ভর্তি হওয়া যাচ্ছে না। করোনার উপসর্গ নিয়ে বহু মানুষ বাড়িতেই থেকে যাচ্ছেন। আর তার থেকে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত ভাবে। ক্ষোভ জমছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজ্য সরকার বারবার আস্বস্ত করলেও, রাজ্যের একাধিক স্থানে করোনা প্রতিরোধের এমন দৈন্যদশা বারবার চোখে পড়ছে। বাদ নেই মহানগর কলকাতাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতাতেও বহু মানুষকে করোনা রিপোর্ট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে বারবার নানা অভিযোগ আসার পর এবার নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। করোনা রিপোর্ট যাতে দ্রুত আসে তার জন্য বেশ কিছু নির্দেশ দেয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তিনি কথা বলেছেন। যাতে ২৪ ঘণ্টার মধ্যে করোনার রিপোর্ট চলে আসে।

অন্যদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমিয় বেরা জানিয়েছেন যে, সকলের করোনা টেস্ট করার প্রয়োজন নেই। যাদের প্রয়োজন, তাদের টেস্ট করার কথা বলেছেন চিকিৎসকেরা। এ নিয়ে অযথা ভয় না পেতে। রাজ্যের নানা স্থানে করোনা পরীক্ষার এই দৈন্যদশা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এই অবস্থার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকারের গাফিলতির ফলেই রাজ্যের এই করোনা পরিস্থিতি তৈরি হয়েছে করোনা রোধ করতে আগে থেকে কোনো ব্যবস্থা নেয় নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!