এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়ছে করোনার দাপট ! পরিস্থিতি বাগে আনতে রাজ্যে ফের বিধি নিষেধের সতর্কতা !

বাড়ছে করোনার দাপট ! পরিস্থিতি বাগে আনতে রাজ্যে ফের বিধি নিষেধের সতর্কতা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আবারো নতুন করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়চ্ছে রাজ্যজুড়ে।এই পরিস্থিতিতে  বাংলায় বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে বিশেষজ্ঞরা ফের সতর্ক হওয়ার বার্তা দিতে শুরু করেছেন কাজেই এবার করোনার লাগাম টানতে উদ্দোগী হল রাজ্য প্রশাসন।

সূত্রের খবর এই মর্মে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গত শনিবার রাজ্যের সকল জেলার ডিএম, এসপি এবং সিএমওএইচ সহ সিনিয়র আধিকারিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে থেকে কোভিড প্রটোকল মেনে চলার পাশাপাশি বুস্টার ডোজে গতি আনতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গ উল্লেখ্য যে ইতিমধ্যে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ হাজারের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় তা খানিকটা নিম্নমুখী তবে এতে উদ্বেগ কমছে না ।ফলে এদিনের এই বৈঠকে থেকে জেলার বাজারগুলিতে যথাযথ কোভিড বিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখতে সারপ্রাইজ ভিজিটের কথা বলা হয়েছে  সেই সাথে মাস্ক ব্যবহারে জোর দিতে বলা হয়েছে এবং জনবহুল স্থানে ভিড় নিয়ন্ত্রণ করতে পূর্বের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।সব মিলিয়ে রাজ্যে নতুন করোনা ভাইরাস কে রুখতে রাজ্য প্রশাসন যঠেষ্ট উদ্দোগী হয়েছে তবে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!