এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাড়ছে করোনার সংক্রমণ, আবার কড়া লকডাউন জারি

বাড়ছে করোনার সংক্রমণ, আবার কড়া লকডাউন জারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়ছে করোনার সংক্রমণ তীব্রভাবে, তাই আবার কড়া লকডাউন ঘোষিত হলো ভারতের প্রতিবেশী দেশ ভুটানে। সাত দিনের জন্য ভুটানের জারি করা হয়েছে কঠোর লকডাউন। করোনার সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুটান সরকারের পক্ষ থেকে। আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী সাত দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হলো ভুটানে।

ভুটানের জারি করা করা লকডাউন প্রসঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর অফিসের ফেসবুক পেজে জানানো হলো যে, সম্প্রতি ভূটানের থিম্পু, পারো, লামোইঝিংখাতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণেই জারি করা হয়েছে লকডাউন। আজ মঙ্গলবার সকাল থেকে ভুটানের আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হলো। করোনা সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হলে জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কঠোর বিধি আরোপ করতে পারে, বলে জানানো হলো। ভুটান সরকার মনে করছে যে, ভুটানে সম্প্রতি দেশজুড়ে কড়া লকডাউন দেশকে করোনা সংক্রমণের হাত থেকে মুক্তি দেবে। এর সঙ্গেই করোনার গোষ্ঠী সংক্রমণও অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভুটানের সাতদিন ব্যাপী লকডাউন বিষয়ে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ভুটানে আবার জোন সিস্টেম চালু করা হচ্ছে। ভুটানের সমস্ত জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সমস্ত রকম চলাচল জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। এর সঙ্গে সঙ্গেই লকডাউন কালে স্কুল-কলেজ বন্ধ রাখা হবে। লকডাউনের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তবে লকডাউনের আওতা থেকে বাদ রাখা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে।

এভাবে ভুটানের জারি করা হলো ৭ দিনের কড়া লকডাউন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজনে লকডাউন আরো বাড়ানো হতে পারে। প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ভুটান প্রথম থেকেই যথেষ্ট সতর্ক ছিল। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভুটানে প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল। কঠোর লকডাউন মেনে চলায় ভুটান অনেকটা প্রতিহত করতে পেরেছিল করোনা সংক্রমণকে। ভুটান কঠোর লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ রোধ করে বিশ্বের বেশ কিছু দেশের কাছে উদাহরণ হয়ে উঠেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!