এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাড়ছে নতুন দুশ্চিন্তা! গত ১ মাসে শিশুদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ল ৯০%

বাড়ছে নতুন দুশ্চিন্তা! গত ১ মাসে শিশুদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ল ৯০%


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিশ্বের সর্বত্র এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ চরম আতঙ্কিত। এবং আতঙ্কের আরেকটি নাম হয়ে দাঁড়িয়েছে করোনা। গত কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে করোনা ছেয়ে গেছে প্রবলভাবে। আজ এই মানব প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহি চেষ্টা চালাচ্ছে মানবসমাজ। ইতিমধ্যেই সারাবিশ্বে কয়েক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।

যত দিন যাচ্ছে, ততই করোনা আতঙ্ক চেপে বসছে সাধারণ মানুষের মনে। করোনা পরিস্থিতির প্রথম থেকেই আমেরিকার নাম সর্বাগ্রে উঠে এসেছে। সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকলেও, এবার আমেরিকার সরকার চিন্তা করছে করণা সুরক্ষাবিধি মেনে স্কুল খুলবে। আর তাতেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্কুল খোলার ভাবনা-চিন্তার মধ্যেই উঠে এসেছে নতুন তথ্য। জানা যাচ্ছে, আমেরিকার শিশুদের মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি করোনা সংক্রমণ ছড়াচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এ প্রসঙ্গে আমেরিকান অ্যাক্যাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড দ্য চিলড্রেনস্ হসপিটাল অ্যাসোসিয়েশনের একটি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গত চার সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে করোনা ছড়িয়েছে প্রায় 90 শতাংশ হারে। ইতিমধ্যে 90 জন শিশুর মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে। সংস্থার ভাইস চেয়ারম্যান সিয়ান ও ল্যারি জানিয়েছেন, প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জার কারণে গড়ে 100 জন শিশুর মৃত্যু হয়।

সেখানে দেখা যাচ্ছে, মাত্র তিন মাসের মধ্যে করোনা সংক্রামিত হয়ে 90 জন শিশু মারা গিয়েছে, যা যথেষ্ট চিন্তার কারণ। অন্যদিকে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের উপর এত ব্যাপক আকারে করোনার প্রভাব দেখা যাচ্ছে কেন? সে উত্তরে সিয়ান ও ল্যারি আরও জানিয়েছেন, দেশে করোনা পরীক্ষা বেড়েছে। সেই অনুযায়ী সংক্রামিতর সংখ্যাও বেড়ে চলেছে। তবে জানা যাচ্ছে, যত বেশি পরিমাণে করোনা ছড়াবে, ঠিক ততটাই বেশি পরিমাণে করোনায় সংক্রামিত হবে শিশুরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মার্কিন দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত 9 জুলাই থেকে 6 ই আগস্ট পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছে 3 লক্ষ 80 হাজার 174 জন শিশু। তবে গুরুতর আকার ধারণ করেনি কারোরই। জানা গিয়েছে, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হয়েছে মাত্র 5% শিশু। তবে যে হারে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়ে চলেছে দ্রুতগতিতে, তাতে পরিস্থিতি যে আরো খারাপ হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অন্য ব্যাপারে।

শিশুদের মধ্যে করোনা সংক্রমণের জের তাঁদের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে দেবে বলে আশংকা। বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন সরকারের স্কুল খোলার চিন্তাভাবনা করার আগে অবশ্যই শিশুদের মধ্যে করোনা পরীক্ষার হার বাড়ানো দরকার। করোনা পরীক্ষার ফলই বলে দেবে আগামী সিদ্ধান্ত কি হবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, প্রতিষেধক আবিষ্কার নাহলে করোনার হাত থেকে কোন মুক্তির উপায় নেই। এই অবস্থায় সাবধানতা ও সচেতনতাই বাঁচিয়ে দিতে পারে মানবজাতিকে। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে কিছু আসেনি। তবে প্রতিষেধক আবিষ্কারের দিকে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই বেশ দ্রুতগতিতে কয়েক কদম এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আপাতত মার্কিন প্রশাসন শিশু স্বাস্হ্য সুরক্ষা নিয়ে কি চিন্তা-ভাবনা করছেন করোনা প্রাক্কালে সেদিকেই লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!