এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাড়ি ফিরলেন প্রাক্তন মুখমন্ত্রী

বাড়ি ফিরলেন প্রাক্তন মুখমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২০ সালকে আক্ষরিক অর্থে প্রিয়জনকে কেড়ে নেওয়ার বছর বলেই অভিহিত করা হচ্ছে। সদ্যই আমাদের ছেড়ে চলে গেছেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তারপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্নতা চরমসীমা পার করেছিল। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় না পারলেও বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু পারলেন। উডল্যান্সের বেডে শুয়ে তিনি রোগকে হারিয়ে হাসিমুখে বাড়ি ফিরে এলেন। ডাক্তাররা গতকালই জানিয়ে দিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। আর তাই হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তিনি ফিরে গেলেন তাঁর নিজের প্রিয় ঘরে। সূত্রের খবর, হাসপাতালে থাকাকালীনই তিনি বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু চিকিৎসকরা প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মঙ্গলবার সকালে তাঁকে ছেড়ে দেন। তবে বাড়িতেও তাঁকে বহু নিয়ম মেনে চলতে হবে বলে জানা গিয়েছে। গত 9 ডিসেম্বর দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দক্ষিণ কোলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথম দিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়। যার ফলে চিন্তায় পড়ে যান চিকিৎসকরা। এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে ভর্তি করা হয় এবং অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দলীয় নেতাদের পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন অনেকটাই স্থিতিশীল। তবে বাড়িতে থাকলেও তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে দিয়েই থাকতে হবে। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আইসিইউ এর মতন ব্যবস্থা করা যেমন করা হয়েছে, তেমনি বাইপ্যাপের সুবিধাও রাখা হয়েছে। আগামী কয়েকদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে হালকা ডায়েট অনুযায়ী খাবার দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ইতিমধ্যেই তাঁর বাড়িতে সবরকম পোর্টেবল শ্বাসযন্ত্র মজুত রয়েছে।

অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্য সোমবার রাতে হালকা খাবার নিজে হাতে খেয়েছেন বলে জানা গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়ি ফিরে আসতে দেখেই স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস তাঁর অনুরাগীদের। হাসপাতালে ভর্তি হওয়ায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অগণিত বাম কর্মীরা যেরকম আতঙ্কিত হয়ে পড়েছিলেন, ঠিক সেভাবেই রাজ্যবাসীও উদ্বেগে ভুগছিল। তবে বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরে আসায় এখন নিশ্চিন্ত সবাই। বাড়ি ফিরে আসলেও কিছু সময় অন্তর অন্তর তার বাইপ্যাপ ভেন্টিলেশন দেওয়ার পালা কিন্তু থামেনি। এভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যকে সুস্থ করে তোলার প্রক্রিয়া আগামী দিনেও চলবে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!