এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাড়ির দরজাতেই উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ। কি প্রতিক্রিয়া বিজেপির?

বাড়ির দরজাতেই উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ। কি প্রতিক্রিয়া বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ভোটের দিনেই নিজের বাড়ির দরজার সামনে পাওয়া গেল বিজেপি কর্মী মঙ্গল সোরেনের মৃতদেহ রক্তাক্ত অবস্থায়। কেশিয়াড়িতে তাঁর মৃতদেহ উদ্ধারের পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলাকালীন এই ঘটনা ঘটেছে। গতকাল রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বিজেপির অভিযোগ অন্য কোথাও তাঁকে নিয়ে গিয়ে হত্যা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা, এরপর তাঁর মৃতদেহ ফেলে রেখে গেছে, তাঁর বাড়ির সামনে। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে লড়াই করে করতে পারছে না তৃণমূল, একারনেই বারবার তারা হিংসার পথ বেছে নিচ্ছে।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তাঁর কাছে খবর এসেছে, এ ধরনের হিংসা হয়েছে। ভয় দেখানোর চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেছেন, বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলা করছে তৃণমূল। নির্বাচন কমিশনকে জানিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী আছে, তাঁরা সব দেখছেন। সাধারণ মানুষও এর বিরুদ্ধে গর্জে উঠবেন। এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে যারা, তাদের হুঁশিয়ারি দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, মানুষ এসব আর সহ্য করবেন না। বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হয়েছে, জীবন সংকট হয়েছে। বিজেপি নেতারা সেখানে গেছেন। নির্বাচন কমিশনকে তাঁরা সবকিছু জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে ভয় না পান। সাধারণ মানুষের কাছে তিনি অনুরোধ করেছে, বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে, এর যোগ্য জবাব দিতে তৃণমূলকে। নির্বাচন কমিশন এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে।

এই ঘটনার কথা জানতে পেরে কেশিয়াড়ির বিজেপি প্রার্থী সোনালি মুর্মু ঘটনাস্থলে গিয়ে ছিলেন। তিনি জানালেন তৃণমূলের মদতেই এই হত্যাকাণ্ড হয়েছে। ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি কর্মী মঙ্গল সোরেন বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন। হার নিশ্চিত জেনেই তৃণমূল এ ধরনের কাজ করছে।

তবে, বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। বিজেপি মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী পরেশ মুর্মু জানালেন যে, তিনি খোঁজ নিয়েছেন। এ ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। কারও মৃত্যু হলেই, বিজেপি খুন করা হয়েছে বলে অভিযোগ করে থাকে। এটাই বিজেপির স্বভাব। তিনি জানিয়েছেন মৃত ব্যক্তি মাদক আসক্ত ছিলেন। তাই সেভাবে কিছু হয়ে থাকতে পারে। তবে, তৃণমূল প্রার্থীর এই সাফাইকে মেনে নিতে পারেনি মৃত বিজেপি কর্মীর পরিবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!