এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বরিষ্ঠ নাগরিকদের জন্য এবারে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত

বরিষ্ঠ নাগরিকদের জন্য এবারে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। তবে নির্বাচন আসতে যে আর বেশি দেরি নেই, সে বিষয়ে একমত অনেকেই। গতকাল বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন দপ্তরের সচিবদের নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার। আমফান ঝড়ের পর রাজ্যের কতগুলি স্কুল এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্থ? সেবিষয়ে শিক্ষা সচিবের কাছে জানতে চেয়েছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার গতকালের বৈঠকে। শিক্ষা সচিব জানিয়েছেন সুন্দরবন অঞ্চলের এখনো পর্যন্ত ২৫০ টি স্কুলের ক্ষতি হয়েছে আম্ফান ঝড়ে।

এদিকে আগামী বিধানসভা নির্বাচনে বরিষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থা নেওয়া প্রথম হয়েছিল বিহারের বিধানসভা নির্বাচনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ৮০ বছরের ঊর্ধ্বে, বিশেষভাবে সক্ষম নাগরিকরা পোস্টাল ব্যালটে ভোট দান করতে পারবেন। তবে, বেশ কিছু বিধিনিষেধ বলবৎ থাকবে এক্ষেত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৮০ বছরের অধিক বয়স্ক, বিশেষভাবে সক্ষম, করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, বা বাড়িতে আইসোলেশন নিয়েছেন যারা, তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোট দান করতে পারবেন। এই উদ্দেশ্যে আগামী বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার পাঁচ দিনের মধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলওরা সকলের বাড়ি গিয়ে খোঁজ নেবেন, বাড়িতে এ ধরণের মানুষ আছেন কিনা?

বাড়িতে যদি এ ধরনের কোনো মানুষ থাকেন, তাহলে তাঁকে ১২ ডি ফর্ম পূরণ করতে দেয়া হবে। এরপর, ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থেকে শুরু করে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত, যে কোন একদিন একজন অফিসার, দুজন নির্বাচন কমিশনের সদস্য, নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে সেই নাগরিকের বাড়িতে যাবেন। নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন মেনেই পোস্টাল ব্যালটে দেওয়া তাঁর ভোট সংগ্রহ করে নেবেন। নিরাপত্তা ও স্বচ্ছতার কারণ এই সমস্ত প্রক্রিয়াটির ভিডিও নেওয়া হবে।

সম্প্রতি বিহারে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে এই ব্যবস্থা চালু করতে গেলে বেশি সংখ্যায় ভোটকর্মীর প্রয়োজন পড়বে। অন্যদিকে করোনা সংক্রমণ থাকার কারণে সংখ্যায় বেশি বুথেরও প্রয়োজন আছে। এই সমস্ত বিষয়ের কথা চিন্তা করেই গতকাল রাজ্যে একাধিক সচিবের সঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!