এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়িতে অশুভ শক্তি আছে কিনা তা বোঝার পাঁচটি সহজ উপায় — জেনে নিন জ্যোতিষীরা কী বলেন

বাড়িতে অশুভ শক্তি আছে কিনা তা বোঝার পাঁচটি সহজ উপায় — জেনে নিন জ্যোতিষীরা কী বলেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করলে কী হতে পারে আমারা সকলেই বুঝতে পারি। পারিবারিক অশান্তি, অর্থনৈতিক মন্দা, মেজাজ খিটখিটে, অকাল মৃত্যু বা গুরুতর অসুস্থতা — এসব তো লেগেই থাকে তাই না। জ্যোতিষীরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক উপায়ও বলেন। কিন্তু মুশকিল হলো, আমরা কী ভাবে বুঝতে পারবো যে আমাদের গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে?

 

★ বাস্তুশাস্ত্র বিশারদদের মতে, যদি লক্ষ্য করা যায় যে পরিবারের কোনো উপার্জনকারী সদস্যদেরই হাতে অর্থ থাকছে না, সে যতোই রোজগার আসুক, তবে বুঝে নিতে হবে যে সেই বাস্তুতেই কোনো দোষ আছে।

★ যদি এমনটা হয় যে বাইরে যতক্ষণ থাকেন, আপনার মন মেজাজ ভাল থাকে, অথচ ঘরে ফিরলেই আপনি মেজাজ হারিয়ে ফেলছেন বা অল্পতেই রেগে যাচ্ছেন, তবে বাস্তু মতে আপনার গৃহে অশুভ শক্তির প্রভাব আছে, এমনটাই মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

★ আপনি যদি পশু প্রেমী হন, আর দেখেন যে আপনি রোজ খাবার দেওয়া সত্ত্বেও কোনো কুকুর বা বিড়াল আপনার ঘরে আসছে না, তবে জ্যোতিষ মতে, আপনার গৃহে অশুভ শক্তির প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে।

★ আপনি যদি বাড়িতে গাছ লাগাতে বা প্রতিপালন করতে ভালবাসেন, তবে লক্ষ্য রাখতে হবে সেই গাছ অকালেই শুকিয়ে বা মরে যাচ্ছে কিনা। যদি আপনার গৃহে গাছ গাছরা অল্পদিনেই শুকিয়ে যায় তবে, জ্যোতিষ মতে, আপনার গৃহে বাস্তুদোষ আছে।

 

★ যদি আপনি লক্ষ্য করেন যে বাড়িতে রান্না করার সময় প্রায়শই তরকারি বা দুধ পুড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার গৃহ কোনো নেগেটিভ এনার্জির শিকার হয়েছে।

★ বাড়িতে পরিবারের প্রত্যেক সদস্য ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রতিদিনই অসুস্থ হতে থাকে, তবে তা গৃহে অশুভ শক্তির ইঙ্গিতবাহী বলে মনে করেন জ্যোতিষীরা।

জ্যোতিষ শাস্ত্র মতে এই সব লক্ষ্মণগুলি থেকে সাধারণ মানুষের পক্ষে সহজেই বোঝা সম্ভব যে বাড়িতে বাস্তুদোষ রয়েছে। কী বলেন বন্ধুরা? আজ থেকেই তবে চোখ কান খোলা রাখুন। সুখী গৃহ কোন কে না চায়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!