এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়িতে সঠিক জায়গায় সঠিক রঙের গনেশের ছবি-মূর্তি রেখেছেন তো? নাহলে নামতে পারে ভয়ঙ্কর অভিশাপ!

বাড়িতে সঠিক জায়গায় সঠিক রঙের গনেশের ছবি-মূর্তি রেখেছেন তো? নাহলে নামতে পারে ভয়ঙ্কর অভিশাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ গণেশ চতুর্থী। ব্যাকরণে গণ+ ঈশ= গণেশ। গণ অর্থে সমষ্টি যিনি ঈশ্বর বা নায়ক। তিনিই গণেশ। ‘গণ’ শব্দটির মধ্যে আর একটি অর্থ আছে, সেনাবাহিনী। গনেদের দের অগ্র দেখে তাঁর এক নাম গনণায়ক। গণেশকে একদন্ত নামেও ডাকা হয়। বলা হয় গণেশের একটি দাঁত কেটেছিলেন পরশুরাম। মহাভারত স্বহস্তে লিখেছিলেন গণেশ। গণেশ হল ‘গন শক্তি’এর প্রতীক।

শিব ও পার্বতী পুত্র গনপতি, নিজে মর্তে নেমে সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন আজকের এই বিশেষ দিনে। হিন্দু পঞ্জিকা মতে তাই ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গনেশ বা গজানন এই মর্তে পূজিত হন। আমাদের মধ্যে অনেকেই বাড়িতে এই দেবতার পূজা করে থাকেন। কিছু না হলে অন্তত একটি মূর্তি বা ছবি রাখেন। তবে কোথায় রাখলে ভালো হবে আর কোথায় রাখলে জীবনে নেমে আসবে অমঙ্গলের ছায়া! আসুন জেনে নিন–

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোথায় রাখবেন:- আপনার বাড়ি বা ফ্ল্যাটের ডাইনিং টেবলের পাশের দেওয়ালে বা খাবার জায়গার পাশে যদি পেন্টিং টাঙানোর বা মূর্তি রাখার ব্যবস্থা থাকে, তবে দেরি না করে সেখানেই রাখতে পারেন সিদ্ধিদাতাকে৷ এতে শরীর সুস্থ থাকে৷ ঘরে শুভশক্তি বিরাজ করে বলে মনে করা হয়। এছাড়া বাড়িতে ঢোকার মুখে বা দরজার মাথায় গণেশের মূর্তি বা ছবি রাখলে সংসারে সমৃদ্ধি আসে। এছাড়া বাড়ির উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে দেবতাকে রাখতে পারেন। তবে সব ক্ষেত্রেই গণেশের মূর্তি সাদা হলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

কোথায় রাখবেন না:- দেবতাদের রুদ্র মূর্তি তাদের নাচের মাধ্যমে প্রকাশ পায়। তাই ডান্সিং গণেশ দেখতে ভালো লাগলেও, তা বাড়িতে রাখা খুব একটা ভালো নয়। এছাড়া শোবার ঘরে বা শৌচালয় বা চেঞ্জিং রুমের ভিতর বা বাইরের দেওয়ালে গণপতির মূর্তি বা পেন্টিং রাখা ভালো নয়৷ তবে মনে রাখতে হবে এর সঙ্গে বাড়ির দক্ষিণ দিকেও যেনো দেবতার স্থান না হয়।

শ্রী গণেশকে মঙ্গল মূর্তি , বিঘ্নহর্তা নামে ডাকা হয়। বলা হয়, সমস্ত শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। দেবতাদের মধ্যে তাঁকে ‘প্রথম পূজ্য’ বলা হয়। তাই আজকের শুভদিনে আপনিও আপনার পরিবারের মঙ্গল কামনায় এই দেবতার স্মরণ করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!