এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়িওয়ালা-ভাড়াটে সমস্যা মেটাতে এবার অগ্রণী ভূমিকা নিল মোদী সরকার

বাড়িওয়ালা-ভাড়াটে সমস্যা মেটাতে এবার অগ্রণী ভূমিকা নিল মোদী সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়িওলা এবং ভাড়াটের ঝামেলা নতুন নয় বরং বহু পুরনো সমস্যা। বিগত যুগ থেকেই বিভিন্ন সময় দেখা গেছে এবং এখনো দেখা যায়, বাড়ি ভাড়া দিয়ে বাড়ির মালিকানা হারিয়ে ফেলেছেন কখনো বাড়িওয়ালা, আবার অনেক সময় দেখা যায় ভাড়াটেকে বাড়িওয়ালার বঞ্চনার শিকার হতে হয়। বাড়িওয়ালা-ভাড়াটে সমস্যা অনেক সময় আইন-আদালত পর্যন্ত এগিয়ে যায়, কিন্তু তাও সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় না।

আর এবার বাড়িওয়ালা-ভাড়াটে সমস্যার সমাধান সূত্র বার করতে এগিয়ে এলো মোদি সরকার। জানা গিয়েছে, বাড়ীওয়ালা-ভাড়াটে দীর্ঘ সমস্যার সমাধান সূত্র বার করতে এবার মোদির মন্ত্রিসভা একটি মডেল আইন পাস করেছে। সাধারণত বাড়ীওয়ালা-ভাড়াটে ঝামেলা সংক্রান্ত আইন প্রণয়ন করে রাজ্য। তবে এক্ষেত্রে মোদি মন্ত্রিসভার মডেল আইনটি প্রণয়ন করে বলা হয়েছে, এই আইন থেকে সাহায্য নিয়ে রাজ্যগুলি নিজেদের সুবিধা অনুযায়ী আইন তৈরী করতে পারবে বাড়ীওয়ালা-ভাড়াটে ঝামেলা সমাধান করতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের মতে, এই মডেল আইন যেমন বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে বিশ্বাস যোগাবে ও বিরোধীতা কমাবে, সেরকমই আবাসন শিল্পের উন্নতি ঘটাবে। তবে এই মডেল আইনটি সম্পর্কে বিশদে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে রাজ্য সরকারগুলি এই মডেল আইনকে মেনে নতুন কোনো আইন প্রণয়ন করবে কিনা সে ব্যাপারেও কোনো দিশা নেই। তবে মোদি মন্ত্রিসভার বাড়ীওয়ালা-ভাড়াটে সমস্যা নিয়ে আইন প্রণয়ন দীর্ঘদিনের ঝামেলা থেকে মুক্তি দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!