এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাড়ল তৃনমূলের অস্বস্তি, আস্থা ভোটের দাবি বিরোধীদের!

বাড়ল তৃনমূলের অস্বস্তি, আস্থা ভোটের দাবি বিরোধীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে এবার বিধানসভায় আস্থা ভোটের দাবি জানাল বাম এবং কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠকে তৃনমূলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি তুললেন সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান। যাকে কেন্দ্র করে এবার ব্যাপক শোরগোল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বস্তুত, এবারের নির্বাচনে বিজেপি বনাম তৃণমূলের লড়াই চরম আকার ধারণ করতে শুরু করেছে। সেদিক থেকে কিছুটা হলেও অপ্রাসঙ্গিক বাম এবং কংগ্রেস। কিন্তু এবার এই দুই রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিক বৈঠকে আস্থা ভোটের দাবি জানিয়ে তৃনমূলকে বিড়ম্বনায় ফেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, এদিন রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সরকার বিধানসভায় অধিবেশন ডাকতে ভয় পাচ্ছে। বিধানসভায় কোনো আলোচনা হচ্ছে না। শুধু রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ চলছে। তাতে মানুষের কি লাভ! অধিবেশন না ডাকলে নবান্নে যাব। এখনই অধিবেশন ডাকা জরুরি।” এদিকে তৃনমূলে এখন কতজন বিধায়ক রয়েছেন, তার হিসেব অধ্যক্ষের কাছে নেই বলেও দাবি করেন এই সিপিএম নেতা। শুধু তাই নয়, রাজনৈতিক দিক থেকেও তৃনমূলকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, “কৃষি আইন নিয়ে তৃণমূল দ্বিচারিতা করছে। মুখে কৃষি আইনের বিরোধিতা করছে। প্রমাণ দিতে বিধানসভার অধিবেশন ডাকা হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিন বাম-কংগ্রেসের পক্ষ থেকে আস্থা ভোটের দাবি করা হলেও তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “বাম-কংগ্রেস অন্ধ বিরোধিতা করছে।” অনেকেই বলতে শুরু করেছেন যেখানে আর কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন, সেখানে এই আস্থা ভোট প্রদানের দাবি জানালো কেন বামফ্রন্ট এবং কংগ্রেস!

বিশেষজ্ঞদের দাবি, বাম এবং কংগ্রেস বঙ্গ রাজনীতিতে কিছুটা হলেও তৃণমূল এবং বিজেপির তরজায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই সেদিক থেকে কিছুটা প্রাসঙ্গিক হতেই তৃণমূল বিরোধিতার নতুন করে রাস্তা বেছে নেওয়ার জন্যই এদিন আস্থা ভোটের দাবি জানিয়ে তারা রীতিমতো শোরগোল তুলে দিল বলে বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!