এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়দিনের ভোরেবেলায় আতঙ্কের পরিবেশ রাজধানীতে

বড়দিনের ভোরেবেলায় আতঙ্কের পরিবেশ রাজধানীতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বড়দিনের ভোরে তীব্র আতঙ্ক ছড়ালো রাজধানী দিল্লিতে। এদিকে বড়দিনের সাজে সেজে উঠেছে রাজধানী দিল্লি। তবে করোনা সংক্রমনের কারণে এবছরের বড়দিনে আনন্দ অনেকটাই ফিকে। এই পরিস্থিতিতে আজ ভোরবেলায় অকষ্মাৎ ভূকম্পন আতঙ্কের পরিবেশ ছড়ালো দিল্লি ও দিল্লি সংলগ্ন অঞ্চলে। বিষের বাঁশি বাজানো ২০২০ এর বড়দিনের ভোরে এ যেন আতঙ্কের নতুন রোজ নামচা।

প্রসঙ্গত, ভূতাত্ত্বিক পাতের নাড়াচাড়া ও তাদের সংঘর্ষ দেশের বহুস্থানে বহুবার ভূকম্পন ঘটিয়েছে। তাই ভূ কম্পনের আতঙ্কের বিষয়টি দেশবাসীর কাছে নতুন কিছু নয়। রাজধানী দিল্লিতে ভূমিকম্প দেখা গেছে গত কয়েকমাস ধরেই। একাধিকবার ভূমিকম্প দেখা গেছে দিল্লিতে। কারণ, দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকাগুলি ভূমিকম্প প্রবন এলাকার মধ্যে পড়ে। দিল্লিতে ৭.৯ স্কেলের তীব্র ভূমিকম্প পর্যন্ত ঘটতে পারে, বলে আশঙ্কা রয়েছে। গত এপ্রিল, মাসে ৫ বার ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। আবার গত ১৭ ই ডিসেম্বর দিল্লিতে ভূমিকম্প দেখা দিয়েছিল। যে ভূমিকম্পের তীব্রতা ৪.২ ছিল রিখটার স্কেলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার সংক্রমণ, মৃত্যু সহ নানা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে চলতি দু হাজার কুড়ি। অভিশাপের এই বছর শেষভাগে এসেও যেন আতঙ্কের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ ভোরবেলায় ভূকম্পন দেখা গেল দিল্লি ও দিল্লির সংলগ্ন অঞ্চলে। তবে ভূকম্পন তেমন তীব্র ছিল না। আজ ভোর ৫ টা বেজে ২ মিনিটে ভূকম্পন ঘটে দিল্লিতে। ভূমিকম্পের কেন্দ্র ছিল দিল্লির নানগলোই। ভূমিকম্পের ২.৩ তীব্রতা রিখটার স্কেলে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোন বিপর্যয় এর খবর পাওয়া যায়নি। ভূমিকম্পতে মৃত্যু বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবার, গত ১৭ ই ডিসেম্বর দিল্লি ও দিল্লির নিকটস্থ অঞ্চলের ভূকম্পন দেখা দিয়েছিল। যার তীব্রতা ছিল ৪.২। তবে এতেও কোন প্রাণহানি বা ভাঙাচোরা ঘটেনি। আবার গত ২ রা ডিসেম্বর দিল্লি ও দিল্লির নিকটস্থ অঞ্চলে ভূমিকম্প দেখা দিয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ২.৭। ভূমিকম্পের কেন্দ্র ছিল গাজিয়াবাদ। এভাবেই ভূমিকম্পের কারণে বড়দিনের সকলেও আতঙ্কের পরিবেশ ছড়ালো জাতীয় রাজধানী অঞ্চলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!