এখন পড়ছেন
হোম > জাতীয় > বর্ষা আসতেই কৃষকদের জন্য বড়োসড়ো সুখবর নিয়ে এলো কেন্দ্র

বর্ষা আসতেই কৃষকদের জন্য বড়োসড়ো সুখবর নিয়ে এলো কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে বর্ষার মরসুম শুরু হতেই কৃষকদের জন্য বড়সর সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ৫০ শতাংশ থেকে বাড়িয়ে এক ধাক্কায় করে দেয়া হলো ৬০%। যার ফলে উপকৃত হতে চলেছেন দেশের বহু কৃষক। বর্ষার মরসুম শুরু হতে খারিফ ফসল রোপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন দেশের বহু কৃষক। এই সময়ে কেন্দ্রের এই ঘোষণা কৃষকদের জন্য একটা বিরাট সুখবর।

সম্প্রতি, দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বর্ষা, কোথাও বা চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আর এই সময়ে খারিফ ফসল রোপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন দেশের বহু কৃষক। জমি তৈরি করা, বীজতলা তৈরি করার কাজ চলছে তাঁদের। আর এই সময়ে খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ৫০ শতাংশ থেকে বাড়িয়ে করে দেয়া হলো ৬০%। যার ফলে উপকৃত হতে চলেছেন দেশের বহু কৃষক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, কেন্দ্রের নয়াকৃষি বিলে কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যথেষ্ট আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। চাল, ডাল, পিঁয়াজ সহ একাধিক ফসলকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার ফলে ক্ষুব্ধ হয়েছেন বহু কৃষক। দিল্লির সীমান্তে শুরু হয়েছে কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ। বিরোধী দলের অভিযোগ, নয়া কৃষি আইন প্রবর্তন করে ন্যূনতম সহায়ক মূল্য, সরকারি মান্ডি তুলে দিয়ে কৃষকদের কালোবাজারিদের হাতেই ঠেলে দিতে চাইছে কেন্দ্র।

এদিকে, একাধিক কৃষকনেতা কেন্দ্র বিরোধী অবস্থান জারি রেখেছেন। কৃষক নেতা রাকেশ টিকাইত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের হুঁশিয়ারিও দিয়েছেন একাধিক কৃষক নেতা। সমস্ত কিছু বিচার করেই এবার খারিফ ফসলের নূন্যতম সহায়ক মূল্য ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

কেন্দ্রের এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানালেন ওয়াকিবহাল মহল। এর ফলে নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের ক্ষোভ কিছুটা প্রশমিত হবার যেমন সম্ভাবনা আছে, তেমনি একাধিক কৃষকনেতার কেন্দ্রবিরোধী আন্দোলনে কিছুটা ভাটা পড়ারও সম্ভাবনা রয়েছে বলে, জানাচ্ছেন একাধিক বিশ্লেষক। কৃষক নেতারা যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, যেভাবে বিরোধী নেতৃত্বের সঙ্গে জোটবদ্ধ হবার পরিকল্পনা নিতে শুরু করেছেন, তাতে দিনেদিনে বিপদ বাড়ছে কেন্দ্রের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!