এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বর্ষবরণের দিনেই ভয়াবহ সংক্রমণ,পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেবে রাজ্য?আবার কি লকডাউন

বর্ষবরণের দিনেই ভয়াবহ সংক্রমণ,পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেবে রাজ্য?আবার কি লকডাউন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। বর্ষবরণের দিনে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ সাড়ে চার হাজারের গণ্ডি অতিক্রম করে গেল। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। হাসপাতালের অবস্থা আরও ভালো করার নির্দেশ দেয়া হয়েছে। এই অবস্থায় এবার কি পদক্ষেপ নেবে রাজ্য? আবার কি লকডাউন জারি হবে? নাকি কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে? স্কুল-কলেজের দরজা আবার কি বন্ধ হবে? আবার কি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হবে? এমন প্রশ্ন ঘুরছে এখন বঙ্গবাসীর মুখে।

সংক্রমনের মাত্রা বৃদ্ধির কারণে আগামীকাল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্রদের নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জোর ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রীর স্টুডেন্টস উইক পালনের পরিকল্পনা। আর এখানেই শেষ নয় দুয়ারে সরকার পর্যন্ত স্থগিত করে দেয়া হয়েছে।  তাই এই পরিস্থিতিতে লকডাউন জারি বা কঠোর বিধি নিষেধ আরোপ যে হবে না? তার কোন নিশ্চয়তা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা শহর জুড়ে কনটেইনমেন্ট জোন তৈরি করার কথা আগেই বলা হয়েছে। অনেকে মনে করছেন, শুধু কলকাতা নয়, রাজ্যজুড়েই এবার তৈরি হবে কনটেইনমেন্ট জোন। বন্ধ হতে পারে লোকাল ট্রেন, অফিস কাছারীতে অর্ধেক কর্মী দিয়ে কাজ চালানো হতে পারে। বাজার দোকানের জন্য সময় বেঁধে দেয়া হতে পারে।

রাজ্য সরকারের জনৈক বরিষ্ঠ আধিকারিক জানালেন, দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও এখনো মারাত্মক পরিস্থিতি তৈরি হয় নি। হাসপাতালে রোগীর চাপ নেই, অক্সিজেনের ঘাটতি নেই। তাই সম্পূর্ণ বন্ধ না করে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সংক্রমণ রোখার চেষ্টা করবে সরকার।

আগামীকাল একটি বিশেষ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লকডাউন জারি বা বিধি-নিষেধ জারি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কিছুদিন প্রশাসন রাজ্যের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারপর এক দু দিনের মধ্যে যে ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে, তাতে রিভিউ টাইম নাও বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী, নিতে পারেন কোনো কঠোর সিদ্ধান্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!