এখন পড়ছেন
হোম > জাতীয় > বর্ষার মরসুমে লক্ষ্মীলাভ অন্নদাতাদের, সরাসরি অ্যাকাউন্টে চলে এলো কিষান সম্মান নিধির অর্থ

বর্ষার মরসুমে লক্ষ্মীলাভ অন্নদাতাদের, সরাসরি অ্যাকাউন্টে চলে এলো কিষান সম্মান নিধির অর্থ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ষার মরসুমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রত্যাশিত অর্থসাহায্য এল দেশের কৃষকদের ব্যাংক একাউন্টে। প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১.৫৭ লক্ষ কোটি টাকা অনুদান দেওয়া হল। এবার মোট ৯ কোটি ৭৫ লক্ষ কৃষকের একাউন্টে ১৯ হাজার ৫০০ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থ প্রদান করার পর কৃষকদের সঙ্গে যেমন তিনি কথা বললেন, তেমনই কৃষকদের ভূয়শী প্রশংসা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। এই প্রকল্পে কৃষকদের বছরে ৬ হাজার টাকা ৩ টি কিস্তিতে দেয়া হয়। তিন মাস অন্তর অন্তর দেওয়া হয় ২ হাজার টাকা। গতকাল রাজ্যের ২৬ লক্ষ্য ৮৬ হাজার ৮৫১ জন কৃষককে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। প্রথম কিস্তিতে ৫৩৭.৩৭ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানালেন যে, নবম কিস্তি দেওয়ার আগে ১১ কোটি কৃষকদের মধ্যে মোট ১.৩৭লক্ষ কোটি টাকা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। এই প্রকল্পে উপকৃত কমপক্ষে ২.২৮ কোটি কৃষকদের ক্রেডিট কার্ড দেয়া হয়েছে। যে কার্ডের মাধ্যমে এখনো পর্যন্ত ২.৩২ লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন তাঁরা। কৃষকদের ভূমিকার প্রশংসা করলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানালেন, দেশজুড়ে অতিমারী থাকার পরেও প্রবল পরিশ্রম করে গত বছর প্রচুর ফসল ফলিয়েছেন দেশের কৃষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!