এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বর্ষবরণের দিনে ওমিক্রন আতঙ্কের পটভূমিতে মানুষের প্রতি বিশেষ বার্তা দিলীপ ঘোষের

বর্ষবরণের দিনে ওমিক্রন আতঙ্কের পটভূমিতে মানুষের প্রতি বিশেষ বার্তা দিলীপ ঘোষের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ষবরণের দিনেই তীব্র হলো দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ।  বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আর কিছুদিনের মধ্যে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে শনিবার বিশেষ বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। যেখানে তিনি জানালেন, এ বছরের সবথেকে বড় চিন্তা হলো করোনা ওমিক্রণ, নতুন বছরে মহামারির হাত থেকে পৃথিবী যেন মুক্ত হয়। তিনি জানালেন, সারা বিশ্বজুড়ে ওমিক্রণ বাড়ছে। এই অবস্থায় উৎসবের মরসুমে মানুষ যেভাবে রাস্তাঘাটে বেরিয়েছেন, মাস্ক ছাড়া আনন্দ উৎসব করছেন, এরফলে এই সময় সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুর্গাপূজার সময় এই কারণে সংক্রমণ কিছুটা বেড়েছিল। তিনি মনে করছেন, এরপরে আরো বেশি করাকরি করা দরকার, যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়। এরপর মানুষের উদ্দেশ্যে দিলীপ ঘোষ আরও জানালেন, সরকারের কাজ হল সতর্ক করা, কিন্তু নাগরিকদের নিজে থেকেই সতর্ক হতে হবে। সরকারের পক্ষ থেকে বিধি-নিষেধ দেওয়া যেতে পারে। কিন্তু তারপরও যদি সেগুলির না মানা হয়, তবে সত্যি সত্যিই বিপদ আছে।

দিলীপ ঘোষ জানালেন, পরীক্ষা এর আগেও হয়েছিল, পরে কমে গিয়েছিল। কিন্তু কেউ যদি ইচ্ছুক হন, বা কোনোরকম সন্দেহ হয় তবে অবশ্যই তাড়াতাড়ি করোনা পরীক্ষা করান। না হলে আক্রান্তের সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষের বিপদও বাড়বে। প্রসঙ্গত গত জুন মাসে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংক্রমণ ২০০০ এর বেশি ছিল, তারপর থেকে সংক্রমণ কমতে শুরু করে। কিন্তু কিছুদিন ধরে যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তা থেকে দুশ্চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। তাঁদের অনুমান দ্বিতীয়কে ছাপিয়ে যাবে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন যদি ৩০ থেকে ৩৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেন, তবে চিকিৎসার পরিসেবা কোথায় গিয়ে দাঁড়াবে? তা ভাবতেই ঘুম উড়ছে বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!