এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বর্ষবরণের দিনেই জোড়া সভা শুভেন্দু অধিকারীর, বাড়ছে নানা জল্পনা

বর্ষবরণের দিনেই জোড়া সভা শুভেন্দু অধিকারীর, বাড়ছে নানা জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যকে গৈরিক বসনে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে বিজেপিতে এনে শাসকদল তৃণমূলকে একটা বড়সড় ধাক্কা দিতে চেয়েছে বিজেপি। গত, উনিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী দলবল সহ যোগদান করেছেন বিজেপিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁকে পাশে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করা হবে।

বিজেপিতে যোগদানের পর একাধিকবার শুভেন্দু অধিকারী আগামী নির্বাচনে তৃণমূল শাসন উচ্ছেদের ডাক দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য পদমর্যাদা লাভ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ লাভ করতে চলেছেন তিনি। এমনকি হেস্টিংসে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ে তার জন্য নিজস্ব অফিস ঘর তৈরি করা হয়েছে। এই আবহে আজ ১ জানুয়ারি তৃণমূলের জন্মদিনের দিনেই নন্দীগ্রাম ও কাঁথিতে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী পুর প্রশাসকের পদ থেকে অপসারিত হয়ে দলের প্রতি প্রচন্ডরকম ক্ষুব্ধ হয়ে আছেন। শুভেন্দু অধিকারীর সভা থেকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা প্রবল হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্র অনুযায়ী, আজ সকাল ১১ টায় নন্দীগ্রামের সোনাচূড়াতে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে সোনাচূড়া থেকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পথে বেশ কিছু বিজেপি কর্মীর ওপর হামলা হয়েছিল। শুভেন্দু অধিকারী সেকারণে হুঁশিয়ারি দিয়েছিলেন। জানিয়েছিলেন , এই অন্যায় কখনোই মেনে নেওয়া হবে না। আজ সেখানেই তিনি সভা করতে চলেছেন। বিজেপি সূত্রে জানা গেছে যে, আজকের সভায় আহত বিজেপি কর্মীদের পরিবারের লোকেরা উপস্থিত হতে চলেছেন।

এরপর, আজ দুপুর সাড়ে ৩ টায় শুভেন্দু অধিকারী সভা করতে চলেছেন কাঁথির ডরমেটরি প্রাঙ্গণে। ইতিপূর্বে যেখানে সভা করে গিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।তারপর রোডশো করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ সেখানেই আবার তিনি সভা করতে চলেছেন। এই সভাতেই তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও বেশকিছু বিদায়ী কাউন্সিলার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছে। এরপর আগামী ২ রা জানুয়ারি হলদিয়ার দ্বারিবেড়িয়ায় সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ৩ রা জানুয়ারি কাঁথিতে পদযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন তিনি। বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারী ক্রমশ ত্রাসের কারণ হয়ে উঠছেন তাঁর পূর্ব দলের কাছে, এমনটাই বিশ্লেষকদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!