এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বর্তমান রাজ্য নেতৃত্ব কি সংগঠনে অনভিজ্ঞ ? বিস্ফোরক হেভিওয়েট নেতা ! বিড়ম্বনায় বিজেপি !

বর্তমান রাজ্য নেতৃত্ব কি সংগঠনে অনভিজ্ঞ ? বিস্ফোরক হেভিওয়েট নেতা ! বিড়ম্বনায় বিজেপি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। কিছুদিন আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে‌। আর তারপরেই এই দুই বিজেপি নেতা সাময়িক বরখাস্ত শব্দ নিয়ে আপত্তি তুলেছেন। তাদের দাবি, সংগঠনে এমন কোনো শব্দ নেই। আর এই পরিস্থিতিতে এবার বিজেপি রাজ্য নেতৃত্তের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেই জয়প্রকাশ মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে জয়প্রকাশবাবুকে একটু প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, “দলের সদস্যকে কখনও বরখাস্ত করা যায় না। বহিষ্কার করা যায়। রাজ্য বিজেপিতে যারা ক্ষমতায় আছেন, তাদের ভাষাজ্ঞান এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে, বরখাস্ত কথাটা উল্লেখ করা হয়েছে। তাহলে কি আমরা দলের মাইনে করা চাকর ছিলাম যে, বরখাস্ত করা হল! আমাকে দল থেকে তাড়ানোর মতলব করা হয়েছে। “বরখাস্ত” শব্দ বন্ধনিটি সেই মনোভাব থেকেই ব্যবহার করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, জয়প্রকাশবাবু এই কথা বলে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, বরখাস্ত বলে কোনো শব্দ হয় না। এক্ষেত্রে বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব এইসব ব্যাপারে অনভিজ্ঞ বলে বোঝানোর চেষ্টা করলেন জয়প্রকাশ মজুমদার বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!