এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বারুইপুরের সভা থেকে শাসকদল তৃণমূলকে একহাত শুভেন্দু অধিকারীর

বারুইপুরের সভা থেকে শাসকদল তৃণমূলকে একহাত শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে চলছে বিজেপির জনসভা ও যোগদান মেলা কর্মসূচি। যে সভাতে বক্তব্য রেখেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখন সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। তাঁরা ছাড়াও এই সভায় অংশগ্রহণ করেছেন বিজেপি নেতা মুকুল রায়, সায়ন্তন বসু প্রমুখ সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই সভায় বিজেপিতে যোগদান করলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, ফলতার তৃণমূল ব্লক সভাপতি ভক্তরাম মণ্ডল, বারুইপুর পুরসভার তৃণমূল প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল হালদার সহ বেশ কিছু নেতৃত্ব। এই সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে তিনি জানালেন যে, ভাইপো হলেন রানী মৌমাছি। যিনি সমস্ত মধু খেয়ে নিয়েছেন। আর তাঁরা হলেন শ্রমিক মৌমাছি। তাঁর ছোট বাড়ি কি করে বদলে গেলো? তা সকলেই দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করে তিনি জানালেন যে, এটা হল ট্রেলার, সিনেমা এখনও বাকি আছে। এখন থেকে বিজেপি সবথেকে ভালো রেজাল্ট করবে। তিনি জানলেন তাঁরা নন্দীগ্রাম, জঙ্গলমহল, ছাত্র সংসদ করে উঠে এসেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনা পয়সায় স্পেশাল ট্রেন দিয়েছিলেন। আবার, রাজ্যের শাসক দল তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল লাভের আশায় রাজ্যে তলব করেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। প্রশান্ত কিশোর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূলকে কটাক্ষ করে জানালেন যে, তৃণমূলের বুদ্ধি এতটাই ভোঁতা হয়ে গেছে যে, বিহার থেকে বুদ্ধি ধার করে আনতে হচ্ছে। তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জালালেন যে, লাল চুল কানে দুল।

তৃণমূল মানে হল এনামুল। যারা গরু চুরির সঙ্গে যুক্ত। তিনি জানালেন যে, তাঁর নামে বড় বড় কথা বলছে তৃণমূল। নাচ করতে করতে স্টেজের এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন করলেন যে, কয়লার টাকা কোথায় রাখা হয়েছে? সে টাকা কি ব্যাংককের ব্যাংকে রাখা হয়েছে? তৃণমূলের প্রতি তিনি অভিযোগ করে জানান যে, গত লোকসভা নির্বাচনের সময় ক্যানিং, গোসাবা, ডায়মন্ডহারবার, ফলতা কোথাও ভোট হতে দেয়নি তৃণমূল। রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। মানুষের কথা বলার অধিকার পর্যন্ত নেই।

অন্যদিকে, আজ বারুইপুরের সভার শেষে দিল্লি যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে নির্বাচনী প্রস্তুতির বৈঠকে তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। আজ এই বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও দিলীপ ঘোষের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!