“বাঁশ দিয়ে বাঁশি এবং লাঠি দুটোই তৈরি হয়” তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে একি বললেন বিজেপি বিধায়ক! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 26, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেলগাছিয়ায় গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হাত দিয়ে রক্ত ঝরেছে বলে অভিযোগ তোলা হয়। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকে নস্যাৎ করে ২৬ এর পরে যাত্রাপালায় জয়েন করলে তিনি বিখ্যাত হবেন বলে কটাক্ষ করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর এবার সেই তৃণমূল বিধায়ককেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে হুমায়ুনবাবুর মন্তব্য নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “হুমায়ুনবাবু যাত্রা দেখেন বলে হয়ত। এই ধরনের কথা বলছেন। আমি শুধু হুমায়ুনবাবুকে বলব, বাঁশ দিয়ে যেমন বাঁশি তৈরি হয়, তেমন লাঠিও তৈরি হয়। প্রয়োজন মত হুমায়ুনবাবু এই সমস্ত মন্তব্য করার আগে যেন এই শব্দগুলো মনে রাখেন।” আপনার মতামত জানান -