এখন পড়ছেন
হোম > রাজ্য > বাতিল একাধিক ট্রেন, পরিষেবা নিয়ে নয়া ভোগান্তি, চিন্তায় সাধারণ মানুষ!

বাতিল একাধিক ট্রেন, পরিষেবা নিয়ে নয়া ভোগান্তি, চিন্তায় সাধারণ মানুষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে রেল পরিষেবা বন্ধ ছিল। তবে ধীরে ধীরে সেই রেল পরিষেবা সচল হতে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু হয়নি। তবে এর মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অঝোরে বৃষ্টিপাত হওয়ার কারণে ব্যাপক জল জমতে শুরু করে। যার জেরে রেল পরিষেবা নিয়ে তৈরি হয় চিন্তা। অবশেষে রবিবার বেশকিছু ট্রেনের চাকা বন্ধ থাকতেই দেখা গেল।প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে একনাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। যার কারণে জমতে শুরু করেছিল জল।

অনেক ক্ষেত্রে বেশকিছু বাড়িও জলে ডুবে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে সেই জল জমে থাকার কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। তবে রবিবার আবহাওয়ার উন্নতি হওয়ার জন্য ধীরে ধীরে সেই রেল পরিষেবা সচল হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এদিনও বেশকিছু ট্রেন বন্ধ থাকতে দেখা গিয়েছে। যার মধ্যে একাধিক জায়গা থেকে আসা হাওড়া স্পেশাল ট্রেন বন্ধ ছিল। শুধু তাই নয়, হাওড়া-মালদা টাউন স্পেশাল, সিউড়ি-হাওড়া স্পেশাল, রাধিকাপুর-হাওড়া স্পেশাল, ধানবাদ-হাওড়া স্পেশাল, আজিমগঞ্জ-হাওড়া স্পেশালের মতো একাধিক ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, রবিবার ছুটির দিন থাকলেও, সোমবারেও যদি এই এক সিদ্ধান্ত বজায় থাকে, তাহলে অনেকটাই অসুবিধা হবে সাধারণ মানুষের। বর্তমানে অফিস কাছারি খুলে গিয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষকে এই রেল পরিষেবার ওপর ভিত্তি করেই নিজেদের কর্মস্থলে পৌঁছতে হয়। লোকাল ট্রেন না খোলার জন্য আরও সমস্যা তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে যদি জমা জলের কারণে সোমবারেও এই সিদ্ধান্ত অপরিবর্তিত রাখে রেল কর্তৃপক্ষ, তাহলে সাধারণ মানুষের চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আকাশ পরিষ্কার থাকলেও, জমা জলের কারণে রবিবার একাধিক ট্রেন বন্ধ থাকলেই দেখা গেল। তবে সোমবার সেই ট্রেন পরিষেবা সচল হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!