এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাতিল নোটের সাহায্যে ঘরবন্দী অবস্থাতেই কামিয়ে নেওয়া যাবে হাজার হাজার টাকা, জেনে নিন

বাতিল নোটের সাহায্যে ঘরবন্দী অবস্থাতেই কামিয়ে নেওয়া যাবে হাজার হাজার টাকা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের বিভিন্ন ধরনের পছন্দসই নেশা থাকে এবং সেই অনুযায়ী তাঁরা কাজ করতে থাকেন। দেখা যায়, অনেকেই পছন্দ করেন পুরনো দিনের জিনিসপত্র জমাতে। যেমন- অনেকেই পুরনো দিনের ডাকটিকিট, পুরনো পয়সা কিংবা পুরনো নোট জমাতে থাকেন। যারা এরকম পুরনো জিনিস জমান, তাঁদের জন্য এবার বড়সড় সুখবর। এবার পুরনো 500 টাকা আপনাকে এনে দিতে পারে লকডাউনকালে টাকা ইনকামের সুযোগ। প্রসঙ্গত, 2016 সালে নোটবন্দির পর থেকে পুরনো 500 টাকা কিংবা হাজার টাকা বর্তমানে নিখাদ কাগজে রূপান্তরিত হয়েছে।

কমবেশি অনেকের কাছে হয়ত পুরনো 500 টাকা থেকেও যেতে পারে। আর সেই টাকাই এবার বড়োসড়ো সুযোগ এনে দিচ্ছে ইনকামের। তবে জানা গেছে, যেকোন  500 টাকার নোট হলেই চলবে না, সেই নোটগুলি কোন বিশেষ ভুলসম্পন্ন হতে হবে। প্রসঙ্গত, ভারতের সমস্ত নোট ছাপানোর কাজ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রত্যেকটি নোট ছাপানোর জন্য একটি বিশেষ ধরনের প্যাট্যার্ন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে ভুল হযয়ে যায়। আর সেই ভুলের মাশুল পরবর্তীকালে অত্যন্ত দামী হয়ে ওঠে সাধারণের কাছে। যদি কোন ভুল নোট বাজারে চলে আসে, সেটি সংগ্রহ করতে আগ্রহী হন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি অনেক সংগ্রাহককে এর জন্য মোটা টাকাও খরচ করতে দেখা যায়। প্রসঙ্গত জানা গেছে, গান্ধী সিরিজের একটি 500 টাকার নোট ছাপানো হয়েছিল সেসময় যা অন্যদের থেকে একটু আলাদা। রিজার্ভ ব্যাংকের প্রত্যেকটি নোটে সিরিয়াল নাম্বার থাকে এবং প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার আলাদা হয়। কিন্তু এমন একটি 500 টাকার নোট ছাপানো হয়েছিল একসময়, যেখানে বিশেষ সিরিয়াল নাম্বারটি দুবার ছাপানো হয়েছিল। সেক্ষেত্রে বর্তমানে এই নোটটির দাম উঠেছে 5000 টাকা পর্যন্ত। তাই যদি কারো কাছে এরকম কোন নোট থাকে তাহলে সেই নোটের বিনিময়ে 5000 টাকার মালিক হওয়া আশ্চর্যের নয়।

আবার একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এমন কিছু নোট ছাপানো হয়েছিল, যেখানে ছাপার ভুল না থাকলেও নোটে অতিরিক্ত কাগজ থেকে গিয়েছিল। এ ধরনের নোটের দাম প্রায় 10 হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরবিআই এর পক্ষ থেকে বিভিন্ন সময় মেনে নেওয়া হয়েছে নোট ছাপানো সংক্রান্ত ভুল। এবং এই ভুল নোটটিই বর্তমানকালে টাকা ইনকামের অন্যতম উপায় হয়ে উঠেছে। তাই বলা হচ্ছে বর্তমানে যদি কারোর কাছে পুরনো 500 টাকার নোট কিংবা রিজার্ভ ব্যাংকের ত্রুটিসম্পন্ন কিছু নোট থাকে, তাহলে বেশকিছু অনলাইন অ্যাপের মাধ্যমে বর্তমানে টাকা উপার্জনের অন্যতম পন্থা হয়ে উঠতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!