এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যাটলফিল্ড নন্দীগ্রাম! শুভেন্দু-মমতা নয়, রণাঙ্গণে রণহুঙ্কার দুই শিবিরের দুই প্রধান সেনাপতির

ব্যাটলফিল্ড নন্দীগ্রাম! শুভেন্দু-মমতা নয়, রণাঙ্গণে রণহুঙ্কার দুই শিবিরের দুই প্রধান সেনাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে হটসিট ছিল নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ভোট গণনার দিন সারাদিন ধরে ছিল নাটকীয়তা নন্দীগ্রামে। দুপুরের দিকে জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী জয়লাভ করেছেন, দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়। কিন্তু বিকেল আসতেই উচ্ছ্বাস মিলিয়ে যায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে জয়ী হন শুভেন্দু অধিকারী। তবে, এবার নন্দীগ্রামের লড়াই আর শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নেই। তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতাদের মধ্যেও শুরু হলো লড়াই।

নন্দীগ্রাম থেকে নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে তিনি বিরোধী দলনেতা। সারা রাজ্যে ঘাসফুলের ঝড় দেখা গেলেও, নন্দীগ্রামে থমকে দাড়িয়েছে তৃণমূলের বিজয় রথ। এবার শুভেন্দু অধিকারীকে বড়োসড়ো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা শেখ সুফিয়ান। একসময় তিনি নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উভয়ই ছিলেন এক ছাতার তলায়। কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করায় একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে আর চান না। তিনি চক্রান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন। যা নন্দীগ্রামের মানুষ মেনে নিতে পারেননি। তাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এলে বিক্ষোভ দেখাবে তৃণমূল। তিনি অভিযোগ করেছেন, এখানকার মানুষের সঙ্গে শুভেন্দু অধিকারী প্রতারণা করেছেন। ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করেছেন তিনি নন্দীগ্রামের মানুষের মধ্যে। যা মানুষ কখনোই মেনে নেবে না। তিনি অভিযোগ করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী। এর জবাব দেওয়া হবে।

তৃণমূল নেতা শেখ সুফিয়ান চ্যালেঞ্জ জানিয়েছেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাবে তৃণমূল কর্মীরা। এবার তার এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল জানালেন, শুভেন্দু অধিকারী হলেন নন্দীগ্রামের নির্বাচিত বিধায়ক। এলাকার বিধায়ক হিসেবে যেদিন ইচ্ছা তিনি এলাকায় আসতে পারেন। তাঁকে আটকাতে পারেন না কেউ। তৃণমূল যদি অন্যায় ভাবে বাধা দেবার চেষ্টা করে, তাহলে বিজেপির কর্মী-সমর্থকেরা রুখে দেবার জন্য তৈরি আছেন। এলাকার নির্বাচিত বিধায়ককে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অর্থই হল সংবিধানকে অমান্য করা।

এভাবে নন্দীগ্রামকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংগ্রামে নতুন মাত্রা যোগ হতে চলেছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হার কিছুতেই মেনে নিতে পারে নি রাজ্যের শাসক দল তৃণমূল। বারবার পুন গণনার দাবি উঠেছিল তৃণমূলের পক্ষ থেকে। তবে, এই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে, এখনও এই ফলাফল মেনে নিতে পারছে না রাজ্যের শাসক দল তৃণমূল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এলে এবার বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। যাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা প্রলয় পাল। সব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!