এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেআইনি অস্রের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, অস্বস্তি তীব্র শাসকদলের

বেআইনি অস্রের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, অস্বস্তি তীব্র শাসকদলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে বাড়ছে বেআইনি অস্ত্রর কারবার। বারবার বোমা,বন্ধুক, কার্তুজ উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে। সম্প্রতি বেআইনি অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে খোকন গায়েন নামে এক তৃণমূল নেতাকে। দক্ষিণ ২৪ পরগণার কুমীরমারী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হলেন তৃণমূল নেতা খোকন গায়েন। খোদ তৃণমূল নেতা অবৈধ অস্ত্র কারবারে গ্রেপ্তার হওয়ায়, ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ হানা দিয়েছিল বাসন্তীর নাপিত পাড়া এলাকায়। সেই রাতে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান ছদ্মবেশ ধারণ করেন। ক্রেতা সেজে বাসন্তীর নাপিত পাড়া এলাকায় উপস্থিত হন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর চম্পাহাটির রায়পুর এলাকা থেকে এক মহিলা অস্ত্র ব্যবসায়ী পার্বতী রায় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে তখন ছিলেন নিত্যানন্দ গায়েন ও সুরেশ নস্কর। এরাও যুক্ত এই কারবারের সঙ্গে। আর এদের কাছেই অস্ত্র কেনার জন্য উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা খোকন গায়েন, যিনি কুমীরমারী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।

এই চারজন একেবারে হাতে নাতে ধরা পড়ে পুলিশের কাছে। খোকন গায়েন, নিত্যানন্দ গায়েন হলেন কোস্টাল থানার কুমীরমারী এলাকার বাসিন্দা। অন্যদিকে সুরেশ নস্করের বাড়ি হল বাসন্তী থানার বড়িয়া চরপাড়া এলাকায়। এদের কাছ থেকে পুলিশ নগদ ২৬ হাজার টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশের সন্দেহ, বাইরে থেকে অস্ত্র কিনে এনে জেলার বিভিন্নস্থানে বিক্রি করতেন এই অভিযুক্তরা।

এদের এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা? তার খোঁজ খবর নিচ্ছে পুলিশ। একেবারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেতা এভাবে বেআইনি অস্ত্র কারবারে গ্রেফতার হওয়ায় মুখ পুড়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!